শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ০৫:৩৫:৪৫

‘সেরা অর্জন’ এর খোঁজে আশরাফুল

‘সেরা অর্জন’ এর খোঁজে আশরাফুল

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আরও আগে শেষ হয়ে গেছে ঘরোয়া ক্রিকেটের (বিপিএল বাদে) নিষেধাজ্ঞা। তাই বিগত দুই মৌসুমে খেলেছেন এনসিএল-বিসিএলের মত আসরে। আগামী ১৩ আগস্ট থেকে কোনো ধরণের ক্রিকেটেই আর নিষেধাজ্ঞা থাকবে না মোহাম্মদ আশরাফুলের।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আবারও জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছেন। আর তাই অভিমত, আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারলে সেটি হবে তার ক্যারিয়ারের কিংবা জীবনের সেরা অর্জন। দেশের ক্রিকেটের একসময়ের সেরা বিজ্ঞাপন এখন তাই তার সেই ‘সেরা অর্জন’ এর খোঁজে।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর সাথে আলাপকালে ক্রিকেটার আশরাফুল বলেন-

‘২০১৮ সালের ১৩ আগস্ট তারিখটির জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। নিষেধাজ্ঞা শুরু হওয়ার পাঁচ বছরেরও বেশি সময় হয়ে গেছে। যদিও গত দুই মৌসুমে আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি, কিন্তু এখন আমাকে জাতীয় দলে সুযোগ দিতে আর কোনো বাধা থাকছে না। আবারও বাংলাদেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সেরা অর্জন হবে।’

জাতীয় দলে ফিরতে মরিয়া আশরাফুল নিজেকে ব্যস্ত রাখছেন প্রস্তুতি এবং অনুশীলনে। তিনি বলেন, ‘ফেরার পর আমার প্রথম বছর ভালো ছিল না। তবে ২০১৭-১৮ মৌসুমে আমি ভালো করেছি। আগামী মৌসুমগুলোতে আমি আরও ভালো করার আশা রাখছি। এখন আমি পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের বিবেচনাধীন হতে পারব। আমি ইতোমধ্যে একমাসব্যাপী একটি ট্রেনিংয়ের মধ্যে থেকেছি এবং ১৫ আগস্টের পর থেকে আমি আগামী জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে প্রস্তুতি শুরু করব।’

আন্তর্জাতিক অঙ্গনে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানো একমাত্র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২০১৪ সালের জুনে তাকে আট বছরের নিষেধাজ্ঞা প্রদান করে বোর্ড। তবে পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে