শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ০৭:৪৭:৩৩

আফ্রিদির সহযোগিতায় আবার মাঠে হার্ডহিটার ইমরান নাজির

আফ্রিদির সহযোগিতায় আবার মাঠে হার্ডহিটার ইমরান নাজির

স্পোর্টস ডেস্ক:  অভিষেকের পরই আলোড়ন তুলেছিলেন ক্রিকেট বিশ্বে। আরেক জন হার্ডহিটার ব্যাটসম্যানের সম্ভাবনা দেখতে পেয়েছিলো সবাই তার মধ্যে। কিন্তু দুর্ভাগ্য ইমরান নাজিরের, ইনজুরে তাকে স্থায়ী হতে দেয়নি পাকিস্তান দলে। তবে ইমরান নাজিরের ভক্তদের জন্য সুসংবাদ হলো, দীর্ঘ সাড়ে চার বছর বিরতির পর আবারও পেশাদার ক্রিকেটে ফেরার কথা জানালেন সাবেক এই পাকিস্তানি ওপেনার।

গত সাড়ে চার বছর বেশ জটিল এক রোগে ভুগেছেন ৩৬ বছর বয়সী নাজির। মাংসপেশির হাড়ের সঙ্গে যুক্ত থাকা তন্তুর (টেন্ডন) প্রদাহে ভুগেছেন নাজির। রোগটা ইংরেজি নাম ‘টেনডিনাইটিজ’। এ রোগ কাটিয়ে নিজেকে এখন পেশাদার ক্রিকেট খেলার মতোই ফিট বলে ঘোষণা করলেন নাজির।

লাহোরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এখন ফিট। দীর্ঘদিন পর আবারও ক্রিকেট খেলতে পারব। ভক্তরা প্রার্থনা করেছেন বলেই আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য আমি পিসিবি ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।’

অনেক দিন ধরেই দেশে-বিদেশে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠান শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। তবে ইমরান নাজিরকে প্রতিষ্ঠাটি কিভাবে সহাযোগিতা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইমরান।
পাকিস্তানরে হয়ে টেস্ট ও ওয়ানডেতে ১৯৯৯ সালে অভিষেক ঘটে ইমরান নাজিরের। তবে খুব বেশি খেলতে পারেননি তিনি। সব মিলে ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৮ টেস্ট এবং ৭৯ ওয়ানডে।

৩৬ বছর বয়সে আবার পেশাদার ক্রিকেটে ফেরার কথা জানিয়ে ইমরান বলেন, তিনি আশাবাদী ভালো করার বিষয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে