রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১১:০৮:০৪

মেসির সামনে এবার সুপারকাপে ইনিয়েস্তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ

মেসির সামনে এবার সুপারকাপে ইনিয়েস্তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ

স্পোর্টস ডেস্ক: আন্দ্রেজ ইনিয়েস্তা চলে গেছেন জাপানে। এবার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বে নতুন যুগের যাত্রা শুরু করছে বার্সেলোনা। বিষয়টি মেসির সামনে নতুন রেকর্ড গড়ারও সুযোগ করে দিয়েছে। স্প্যনিশ সুপার কাপে বাংলাদেশ সময় রাত ২টায় সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। জিতলে এটি হবে বার্সার জার্সিতে মেসির ৩৩তম শিরোপা। 

বার্সার হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড যৌথভাবে মেসি-ইনিয়েস্তার। বার্সার হয়ে দু’জনই জিতেছেন সমান ৩২টি শিরোপা। গত মৌসুম শেষে ইনিয়েস্তা বার্সা ছেড়ে যাওয়ায় মেসির সামনে এখন রেকর্ডটি একার করে নেয়ার সুযোগ। 

গত মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। সব মিলিয়ে দু’দলের শেষ ২২ ম্যাচে মাত্র একবার জিতেছে সেভিয়া। এবারই প্রথম স্প্যানিশ ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে স্পেনের বাইরে, মরক্কোর তাঞ্জিয়ারে।

১৯৮২ সালের পর এই প্রথমবারের মতো দুই লেগের পরিবর্তে এক ম্যাচেই সুপার কাপের শিরোপা নিষ্পত্তি হবে। এ ম্যাচ দিয়েই স্প্যানিশ ফুটবলে ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে