সোমবার, ১৩ আগস্ট, ২০১৮, ১১:১১:৫৩

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন মেসি

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন মেসি

স্পোর্টস ডেস্ক: স্পানিশ জায়ান্ট বার্সালোনার ইতিহাসে গোলের সব রেকর্ডই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দখলে। তবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এতদিন ছিল তার দীর্ঘদিনের ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার। আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন মেসি।

তবে রবিবার রাতে সেভিয়াকে হারিয়ে ১৩তমবারের মতো স্প্যানিশ সুপারকাপ জিতেছে বার্সেলোনা। এই ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেসির। একই সঙ্গে যার কাছ অধিনায়কত্ব পেয়েছেন সেই ইনিয়েস্তাকে ছাড়িয়ে গেছেন তিনি।

এর আগে, মেসি এবং ইনিয়েস্তা বার্সার হয়ে দু’জনই সমান ৩২টি শিরোপা জিতেছিলেন। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তা গত মৌসুম শেষে বার্সা ছেড়ে যাওয়ায় এখন মেসির সামনে সুযোগ ছিল এই রেকর্ডটি নিজের করে নেয়ার। সেই সুযোগ কাজে লাগিয়ে রেকর্ড ৩৩টি শিরোপা নিয়ে এখন বার্সার হয়ে সবচেয়ে বেশি শিরোপার খাতায় নাম লেখালেন এই আর্জেন্টাইন তারকা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে