মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:৪৬:৩৭

১৪ বছরে রাব্বির 'প্রথম'

১৪ বছরে রাব্বির 'প্রথম'

আবিদ মোহাম্মদ: দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের দরজায় কড়া নাড়ছিলেন ব্যাটসম্যান ফজলে রাব্বি। এনসিএল, বিসিএল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি।

আর পারফর্মেন্সের সুবাদেই এই প্রথম বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন  রাব্বি। আসন্ন এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দলে আছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রাব্বির। এরপর থেকেই নিয়মিত খেলে গিয়েছেন তিনি। তবে ১৪ বছরে বেশী ম্যাচ খেলার সুযোগ হয়নি ৩০ বছর বয়সী রাব্বির।

এখন পর্যন্ত মোট ৬৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বরিশাল ডিভিশনের এই ক্রিকেটার। যেখানে ৩১.৮৯ গড়ে ৬ শতক এবং ১৭ অর্ধশতকে ৩৫০৮ রান করেছেন তিনি। আর রঙ্গিন জার্সিতে লিস্ট 'এ' ক্রিকেটে খেলেছেন মোট ৮০টি ম্যাচ।

যেখানে ৪টি শতক এবং ১২টি অর্ধশতক রয়েছে তার। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ২২০০ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পারদর্শী রাব্বি। লেগ স্পিনার হিসেবে পরিচয় রয়েছে তার।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ 'এ' দলের হয়েও খেলে থাকেন তিনি। সম্প্রতি আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ছিলেন তিনি। যেখানে দুটি ফিফটি হাঁকিয়েছেন রাব্বি। 

আয়ারল্যান্ড সফরে যাওয়ার পাশাপাশি শ্রীলংকার বিপক্ষেও বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলেছেন রাব্বি। যেখানে এক ম্যাচে একটি অর্ধশতক রয়েছে দক্ষিন অঞ্চলের এই ক্রিকেটারের।-ক্রিকফ্রেঞ্জি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে