বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ১১:৪০:৫৯

সালাহর এই কাণ্ড পুলিশকে জানিয়েছে তাঁরই ক্লাব লিভারপুল!

 সালাহর এই কাণ্ড পুলিশকে জানিয়েছে তাঁরই ক্লাব লিভারপুল!

স্পোর্টস ডেস্ক: মাঠ থেকে ফেরার সময় পড়েছিলেন ট্রাফিক সিগন্যালে। হাতে সময় আছে দেখেই হয়তো মোবাইলটা হাতে নিয়েছিলেন মোহাম্মদ সালাহ। তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছিল এক ভক্ত। সে কাজে ব্যর্থ হলেও সালাহর মোবাইল হাতে নেওয়ার মুহূর্ত ভিডিও করতে সফল হয়েছেন। ব্যাস সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সিগন্যালে থেমে থাকা অবস্থায়ও ড্রাইভিং সিটে মোবাইল হাতে নেওয়া ইংল্যান্ডের আইন অনুযায়ী অন্যায়। ফলে এই নিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা। 

মজার বিষয় হলো সালাহর এই কাণ্ড পুলিশকে জানিয়েছে তাঁরই ক্লাব লিভারপুল। তবে পুলিশকে জানানোর আগে মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে কথা বলেই নিয়েছিল ইংলিশ ক্লাবটি। নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে লিভারপুল মুখপাত্র জানিয়েছেন, ‘খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করার পরে ভিডিও ফুটেজটির প্রসঙ্গে পুলিশকে জানানো হয়েছে। ক্লাব ও খেলোয়াড় আপাতত এই বিষয়ে আর কোনো কথা বলতে চায় না।’

আর ক্লাবের কাছ থেকে জানার বিষয়টি স্বীকার করে নিয়েছে উত্তর পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশ, ‘ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার করা হচ্ছে এমন একটি ভিডিও ব্যাপারে জানানো হয়েছে। এটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। আমাদের জানানোর জন্য ধন্যবাদ।’

ইংল্যান্ডের ট্রাফিক আইনকানুন যেন বুঝেই উঠতে পারছেন না মোহাম্মদ সালাহ! কদিন আগেই জানিয়েছিলেন, গত মৌসুমে রোমা থেকে লিভারপুলে আসার পর গাড়ি চালানোর লেন নিয়ে ঝামেলায় পড়েছিলেন। ইতালিতে রাস্তার ডান পাশে গাড়ি চললেও ইংল্যান্ডে চলে বাঁ পাশে। সেটি সামলে উঠলেও মিসরীয় ফরোয়ার্ড নতুন করে আলোচনায় এসেছেন গাড়ি চালানোর নিয়ম ভেঙেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে