বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০১:৫৯:০৩

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রাসেলের জ্যামাইকা

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রাসেলের জ্যামাইকা

তামজিদুর রহমান: এক দিন বিরতি দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম ম্যাচে আজ মাঠে নেমেছিল দুই দল জ্যামাইকা তালাওয়াস এবং সেন্ট লুসিয়া স্টার্স। জ্যামাইকার ঘরের মাঠ স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য জয়ের হাসি হেসেছে আন্দ্রে রাসেলের তালাওয়াসই। ২ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা। 

সেন্ট লুসিয়ার বিপক্ষে পাওয়া টানা এই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল জ্যামাইকার দলটি। নিজেদের প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছিল তারা। ফলে বলা যায় এবারের সিপিএলে অনেকটা উড়ন্ত সূচনাই করলো রাসেল বাহিনী। 

আজকের এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেন্ট লুসিয়া স্টার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্টার্সরা। যদিও ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে তারা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার কাম উইকেট রক্ষক আন্দ্রে ফ্লেচার। ৩৩ বলে ২টি ছয় এবং ৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৩৬ রান এসেছে ড্যারেন স্যামির ব্যাট থেকে। তাঁর ইনিংসটিতে ছিল ৩টি ছয় এবং ২টি চার। এছাড়াও বিশের কোঠায় রান পেয়েছেন তিন ব্যাটসম্যান। তারা হলেন লেন্ডল সিমন্স (২২), অধিনায়ক কাইরন পোলার্ড (২৬) এবং কাভিম হজ (২১) 

সেন্ট লুসিয়াকে এই মাঝারি পুঁজিতে বেঁধে রাখার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যামাইকা তালাওয়াসের মিডিয়াম পেসার ওশানে থমাস এবং অস্ট্রেলিয়ান রিক্রুট এবং স্পিনার অ্যাডাম জাম্পা। এই দুই বোলারই তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। থমাস ৪ ওভারে ৩৯ রান খরচ করলেও কিছুটা মিতব্যয়ী ছিলেন জাম্পা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়েছেন তিনি।

বল হাতে অধিনায়ক আন্দ্রে রাসেলও অবশ্য কম যাননি। প্রতিপক্ষের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে রান দিয়েছেন অনেকটা হাত খুলেই। ৪ ওভারে তাঁর খরচ হয়েছে মোট ৪৮ রান। এছাড়াও ক্যারিবিয়ান পেসার ক্রিসমার সান্টোকি ১টি উইকেট পেয়েছেন। 

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি জ্যামাইকাকে। আর এর সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে ওপেনার গ্লেন ফিলিপস এবং মিডল অর্ডার ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলকে। কেননা এই দুই ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়েই ৬ উইকেটের সহজ জয় তুলে নিতে সক্ষম হয়েছে তালাওয়াসরা।

৬টি ছয় এবং ২টি চারের সাহায্যে ৪০ বলে ৫৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন ফিলিপস। তবে এই ওপেনারের থেকে অপেক্ষাকৃত ঝড়ো ব্যাটিং করেছেন পাওয়েল। তাঁর ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৪৩ রান। যেখানে ছিল ৪টি ছয় এবং ২টি চার। অবশ্য জয়ের ক্ষেত্রে আরেক ওপেনার জনসন চার্লসের অবদানও কম নয়। ২০ বলে ৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর আন্দ্রে ম্যাকার্থি করেছেন ২০ রান। 

জ্যামাইকার বিপক্ষে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি সেন্ট লুসিয়া কোন বোলারই। ১টি করে উইকেট পেয়েছেন মিচেল ম্যাক্লেনেগান, কাভিম হজ, ওবেদ ম্যাককয় এবং অধিনায়ক কাইরন পোলার্ড। ৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। 

জ্যামাইকা তালাওয়াস একাদশ- 

গ্লেন ফিলিপস, জনসন চার্লস, আন্দ্রে ম্যাকার্থি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রস টেইলর, কেনার লুইস, অ্যাডাম জাম্পা, ইমাদ ওয়াসিম, ওশানে থমাস, ক্রিসমার সান্টোকি। 

সেন্ট লুসিয়া স্টার্স একাদশ- 

আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ড্যারেন স্যামি, মিচেল ম্যাক্লেনেগান, কাভিম হজ, কাইস আহমেদ, কেসরিক উইলিয়ামস, ওবেদ ম্যাককয়।  

সংক্ষিপ্ত স্কোর-

টস- সেন্ট লুসিয়া (ব্যাটিং) 

সেন্ট লুসিয়া ইনিংস- ১৭৫ অলআউট (২০ ওভার) (ফ্লেচার- ৪৩, স্যামি- ৩৬) (থমাস-৩/৩৯, জাম্পা- ৩/২৭) 

জ্যামাইকা ইনিংস- ১৭৬/৪ (১৯.৪ ওভার) (ফিলিপস- ৫৮, পাওয়েল- ৪৩) (ম্যাককয়- ১/২৬, পোলার্ড- ১/২২) 

ফলাফল- জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটে বিজয়ী (২ বল হাতে রেখে) 

ম্যাচ সেরা- অ্যাডাম জাম্পা -ক্রিকফ্রেঞ্জি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে