বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০৭:৫৬:৩০

এবারের এশিয়া কাপে বাংলা ধারাভাষ্য!

এবারের এশিয়া কাপে বাংলা ধারাভাষ্য!

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ১৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এউ টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ সেপ্টেম্বর। এবারের আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস।

এশিয়া কাপের এবারের আসরের ম্যাচগুলো সম্প্রচার করবে, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি। এছাড়াও ম্যাচগুলো দেখাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট, স্টার স্পোর্টস এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি এবং স্টার স্পোর্টস তামিল।

অন্যদিকে অনলাইন হটস্টার এপস ও হটস্টারের ওয়েবসাইটেও সরাসরি ম্যাচগুলো দেখা যাবে। দর্শকদের সুবিধার জন্য স্টার স্পোর্টস এবারের আসরে ইংলিশের পাশাপাশি হিন্দি এবং তামিল ভাষায় ধারাভাষ্য দিবে। একই সঙ্গে বাংলা এবং কানাড্ডা ভাষাও যোগ করতে চাচ্ছেন তারা। এই দুই ভাষায় ধারাভাষ্য করার জন্য এখনো অনুমতি পায়নি তারা। আর এ জন্যই ভারতের মিডিয়া অফ মিনিস্ট্রির কাছে এরই মধ্যে আবেদন করেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে