বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১০:৪৮:০১

সিপিএলে রিয়াদের ব্যাটে ঝলক

সিপিএলে রিয়াদের ব্যাটে ঝলক

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস’কে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরের টানা তৃতীয় জয় তুলে নিল জ্যামাইকা তালাওয়াহস। দূর্দান্ত এ জয়ের ফলে চলমান আসরের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থা মজবুত হল সাবেক চ্যাম্পিয়ন দলটির। তবে সিপিএলে রিয়াদের ব্যাটে ঝলক।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে রস টেইলরের অর্ধশতকের সাথে ক্যানার লুইসের ২৪ বলের ৪৯ রানের ক্যামিও ইনিংসে সেন্ট কিটসকে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জ্যামাইকা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩১ রানে সেন্ট কিটসের ইনিংস থামলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।

বড় রান তাড়ায় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে সেন্ট কিটসইয়ের১০.৩ওভারে দলীয় ৬১ রানের মধ্যে এভিন লুইস, টম কুপার, ক্রিস গেইল, ডেভচিচ, আগের ম্যাচের ব্যাট হাতে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া থমাস ও বেন কাটিংয়ের উইকেট হারালে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটি বাঁধেন কার্লোস ব্র্যাথওয়েট। রিয়াদ ১৫ বলে ১ ছক্কা ও ২ চারে ২২ রানের ইনিংস খেলেন।

সপ্তম উইকেট জুটিতে রান রেটের চাপের সাথে দ্রুত উইকেট পড়ে যাওয়ার চাপ মাথায় নিয়ে ব্যাট করতে থাকেন এ দু’জন। দ্রুত রান তুলতে গিয়ে ২ চার ও ১ ছয়ে ২২ রানের ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে আউট হন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসে সেন্ট কিটসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলে তিনি আউট হলে কিছুক্ষণ পর তার সঙ্গী হন ব্র্যাথওয়েটে।

আর এতেই খেলা শেষের আগেই জয়ের শেষ স্বপ্নটুকু শেষ হয়ে যায় গেইলদের। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১৩১ রান যোগ করতে সক্ষম হয় দলটি।

প্রতিপক্ষ শিবিরের বোলারদের মধ্যে জাম্পা, ওয়াসিম ও সান্তোকি দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে জমা করেন।

এর আগে টসে জেতার পর সেন্ট কিটসের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমে ব্যাট করতে নেমে লুইস ও গ্লেন ফিলিপসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় জ্যামাইকা। মাত্র ২৪ বলে সমান ৪ চার আর ছয়ের ইনিংসে ঝড়ো ৪৯ রানের ইনিংস খেলে নেপালের লেগ-স্পিনার লামিচানের বলে আউট হন লুইস। এরপর ৩৮ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন ফিলিপসও। ১ চার ও ৩ ছয়ে এ রান করেন তিনি।

এরপর রস টেইলরের অপরাজিত দ্রুতগতির ৩৫ বলের ৫১ রানের পাশাপাশি রোভম্যান পাওয়েলের ১৪ বলের ১৮ ও আন্দ্রে রাসেলের ৯ বলের ১০ রানে চড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় জ্যামাইকা।

সেন্ট কিটসের বোলারদের মধ্যে ৪ ওভার বল করে মাত্র ২১ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন লামিচানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-
জ্যামাইকা তালাওয়াহস: ১৭৮/৪ (২০ ওভার)
টেইলর ৫১*, লুইস ৪৯, ফিলিপস ৪১; লামিচানে ৪-০-২১-২

সেন্ট কিটস: ১৩১/৯ (২০ ওভার)
গেইল ২৪, রিয়াদ ২২, ডেভচিচ ১১; সান্তোকি ১৩/২, ইমাদ ২১/২

ফলাফল: জ্যামাইকা তালাওয়াহস ৪৭ রানে জয়ী।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে