বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৩:১৬:৫৩

মেসিকে সমালোচনায় বিদ্ধ করেছে আর্জেন্টিনার সমর্থকরা

মেসিকে সমালোচনায় বিদ্ধ করেছে আর্জেন্টিনার সমর্থকরা

স্পোর্টস ডেস্ক: মেসি এখন বার্সার অধিনায়ক। আর অধিনায়ক হয়েই স্পানিশ সুপার কোপা জিতেছেন তিনি। আর সেই রেশ থাকতেই নতুন এক প্রতিজ্ঞা করলেন মেসি। জানিয়ে দিলেন, বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য যা যা প্রয়োজন সবই করবেন তিনি। মেসিকে সমালোচনায় বিদ্ধ করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

২০১৫ সালের পর এই শিরোপা আর জিতেনি বার্সালোনা। এসময় তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই এই প্রতিযোগিতায় রাজত্ব করছে। তিনবারই শিরোপা জিতেছে তারা।

মেসি বলেন, আমাদের দারুন একটি স্কোয়াড রয়েছে। নতুন কিছু প্লেয়ার আসায় আমরা এখন আরো শক্তিশালী। যদিও গত মৌসুমে আমরা কাপ এবং লিগ জিতেছি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আমাদের দু:খ দিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, এই শিরোপা জয়ের জন্য যা যা প্রয়োজন সবই করব।

ক্লাবে মেসির এই ঘোষনার পর আবারো সমালোচকরা লেগেছে তার পেছনে। আর তার কারন হলো, সদ্যই জাতীয় দল থেকে ১ বছরের জন্য বিরতি নেয়া। অনেক আর্জেন্টিনা সমার্থকদের তীব্র বাক্যবান এখন মেসির দিকে। তাদের মন্তব্য, মেসির এই প্রতিজ্ঞা ক্লাবের থেকেও জাতীয় দলে বেশি প্রয়োজন ছিল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে