বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৬:১০:৫৩

তামিমের মুখে অবশেষে ওপেনিং জুটির সমস্যার সমাধানের কথা

 তামিমের মুখে অবশেষে ওপেনিং জুটির সমস্যার সমাধানের কথা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর । দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। অন্যদিকে নয় মাস পর শুরু হতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ। কিন্তু এখনও ওপেনিংয়ে কোন যোগ্য সঙ্গী খুঁজে পাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বলতে গেলে ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে কোন নির্দিষ্ট ওপেনিং জুটির উপর আস্থা রাখতে পারছেনা টাইগার টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের নিয়মিত ওপেনার তামিম। গত তিন বছরে চারটি নতুন জুটির সঙ্গে খেলতে হয়েছে তাকে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, আনামুল হক বিজয় এবং লিটন দাস ওপেনিং পার্টনার হিসেবে খেলেছেন তামিমের সঙ্গে।

কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেননি কেউ। তবে তামিমের বিশ্বাস খুব দ্রুতই ওপেনিং জুটির সমস্যার সমাধান হবে। তার মতে, যারা দলে জায়গা পাচ্ছে তারা চেস্টা করছে কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারছেন না। সেই সঙ্গে সৌম্য-লিটনরা বাংলাদেশকে দশ বছর সার্ভিস দেয়ার সামর্থ্য রাখে বলেও মনে করেন তামিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হতাশার না। হয়তো তাদের সেইরকম পারফর্মেন্স হচ্ছে না। কিন্তু আমি দলে সাথে থেকে যা জানি, যারাই দলে এই দায়িত্বপালন করছেন তারা সবাই প্রচণ্ড পরিমান চেষ্টা করেন। যতটুক নিজেদের উন্নতি করা দরকার সেটা তারা করছে। হয়তো প্রত্যাশামত ফলাফল পাচ্ছি না। কিন্তু আমার কারো সামর্থ্যের উপর কোন সন্দেহ নেই। আমার সাথে যেই ব্যাট করেছে তারা সবাই যোগ্য, বাংলাদেশে অন্তত দশ বছর সার্ভিস দেয়ার জন্য। আমার কাছে মনে হয় দুই-একটা ম্যাচ দরকার তাদের, ভালো একটি ইনিংস হলেই ওরা স্থায়ী হয়ে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে