বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৬:৫৪:০০

এই সেই মিরাজ, যে কিনা ছোটবেলায় আইসিসি সভাপতির চোখে পড়েছিলেন!

এই সেই মিরাজ, যে কিনা ছোটবেলায় আইসিসি সভাপতির চোখে পড়েছিলেন!

স্পোর্টস ডেস্ক: ২০ অক্টোবর ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই নিয়ে নিয়েন পাঁচ উইকেট। শুধু কি তাই ইংল্যান্ডের অভিষেক খেলোয়াড় বেন ডাকেটের উইকেটও লাভ করেন এ ম্যাচে।

আর সপ্তম কনিষ্ঠ বাংলাদেশী টেস্ট খেলোয়াড় হিসেবে তাঁর অভিষেক হয় তার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে হয়েছেন ‘ম্যাচ সেরা ও সিরিজ সেরা। আর দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ভেঙ্গেছেন ১২৯ বছরের বিশ্বরেকর্ড। তিনি বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

আর মিরাজই কিনা ছোটবেলায় আইসিসি সভাপতির চোখে পড়েছিলেন! ঘটনার শুরু ২০১০ সালের ২০ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট চলছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। অবশ্য মনে রাখার মত তেমন কিছু করতে পারেনি তখন বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশ নয় উইকেটে পরাজিত হয়। ওই টেস্টে পাওয়ার মধ্যে পাওয়া ছিল তামিমের দুই ইনিংসে ফিফটি। প্রথম ইনিংসে করেন ৮৫ ও দ্বিতীয় ইনিংসে ৫২। এছাড়া সাকিব প্রথম ইনিংসে ৪৯ করে আউট হয় এবং দ্বিতীয় ইনিংসে লড়াকু ৯৬ রান করেন।

আর ঠিক সময়ই বাংলাদেশ সফরে ছিলেন তখনকার আইসিসি আইসিসি সভাপতি ডেভিড মরগ্যান। আর এই টেস্টের প্রথম নি লাঞ্চ বিরতিতে তিনি অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে দেশের সেরা খেলোয়াড়ের হাতে প্রুস্কার তুলে দেন।

আর সে খেলোয়াড়টি আর কেউ নয় মেহেদী হাসান মিরাজ। পুরুস্কার তুলে দেন আইসিসি সভাপতি ডেভিড মরগ্যান। ঠিক তার ৬ বছরের ব্যবধানে সেই তরুন জাতীয় দলে খেলছেন প্রথম টেস্ট ম্যাচে ২০ অক্টোবর ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক। তাও আবার সেই ইংল্যান্ড দলের বিরুদ্ধে। আর অভিষেকেই নিজের জাত চিনিয়ে প্রুস্কার তুলে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে