বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৮:২৩:২৫

দুই উইকেট হারিয়ে যা করলো বাংলাদেশ

দুই উইকেট হারিয়ে যা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের অধিনায়কের সিদ্ধান্ত অনুসারে গত বুধবার পরিত্যাক্ত হওয়া খেলাটি শুরু করতে আজ আবার মাঠে নেমেছে দুই দল।অবশ্য এরই মধ্যে টাইগারা ১-০ ব্যবধানে এগিয়ে আছেন। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগাররা। আজকের ম্যাচে জিততে পারলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে। আর সেই লক্ষ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ।২০ ওভার খেলা শেষে টাইগরদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের রান পাহাড়। জবাবে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন ওভারে দুই উইকেটে ২৪ রান। মমিনুল ৮ বলে  মাত্র ১৪ রান করে ম্যাকব্রাইনের বলে ফিরে গেছেন। তিনে নামা নাজমুল হোসেন শান্তও আর টিকতে পারলেন না।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-
আয়ারল্যান্ড উলভসঃ ২০ ওভারে.৬ উইকেটে ২০২ রান।
থম্পসন ৪৭ (৩৮), ডেলানি ৩৭ (১৫), পোর্টাফিল্ড ৪৫ (৩৪), ও’ব্রায়েন ৩০ (১৩), সিমি ১২ (১২), বালবার্নি ১৮ (৯)*, টাকার ০ (২)*; সাইফউদ্দিন ৪-০-৩৩-৩, তাইজুল ৩-০-২৭-২।

বাংলাদেশ দলে আছেন যারা:

সৌম্য সরকার (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মমিনুল হক।

আয়ারল্যান্ড দলে আছেন যারা:

এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), স্টুয়ার্ট থম্পসন, উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, কেভিন ও ব্রিয়েন, লোরাকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ট্রাইয়ন কেন, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ, ডেভিড ডেনলি, জেমস শ্যানন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে