বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৯:২৯:২৭

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়শিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

খেলার ১৮, ৩৮ ও ৪৩ মিনিটে তিনটি গোল করে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটের সময় কর্নায় পায় বাংলাদেশ। আর সেই কর্নার থেকে বাংলাদেশের আনাই মোগিনি ডি বক্সের বাইরে থেকেই শট নেন। তার লম্বা কিক ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। বাংলাদেশে পেয়ে যায় প্রথম গোল।

এরপর ৩৮ মিনিটের মাথায় অনুচিং মোগিনি। ডি বক্সের মধ্যে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে পড়ে যান ভুটানের রক্ষণভাগের খেলোয়াড়। বল তার পায়ে লেগে উপরে উঠে গেলে ডান পায়ে জোরালো শট নেন অনুচিং মোগিনি। বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় গোল। ৪৩ মিনিটে গোল করেন তহুরা খাতুন। প্রথমার্ধের খেলায় ৩-০ তে এগিয়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৯ মিনিটে গোল পায় বাংলাদেশ। মাঝবৃত্ত থেকে বল ধরে অধিনায়ক মারিয়া মান্দা ভুটানের সীমানায় ঢুকে বা পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন। বাংলাদেশ পঞ্চম গোল করে ৮৬ মিনিটে। ৭৬ মিনিটে তহুরার বদলি হিসেবে মাঠে নামা শাহেদা আক্তার রিপা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান। ফলে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে বাংলাদেশ উঠে গেলো সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এদিকে এ জয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলো। কোনো গোলও হজম করেনি টানা ৭ ম্যাচে।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ভারতে বিপক্ষে রোববার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে