বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১০:৩১:৫১

১৫ ওভারের ব্যাটিং শেষ করলো বাংলাদেশ, জানুন সর্বশেষ স্কোর

১৫ ওভারের  ব্যাটিং শেষ করলো বাংলাদেশ, জানুন সর্বশেষ স্কোর

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওপেনার সৌম্য সরকারের নেতৃত্বে ৪ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে দুইদলের মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সৌম্য সরকার। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তবে এই ম্যাচটি আজ আবারো অনুষ্ঠিত হয়। দুই দল আজকে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সৌম্য সরকার।

টসে হেরে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছে আইরিশরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে আইরিশরা। জয়ের জন্য ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। ১৪ রান করে মুমিনুল ফেরার পরপরেই ০ রানে ফেরেন শান্ত।

অন্যদিকে সৌম্য সরকার ১১, মোহাম্মদ মিথুন ৬, জাকির হাসান ১৪ রানে ফেরেন। এরপর আফিফ হোসেন ধ্রুব ১২ ও আল আমিন ১২ রান করে সাঝঘরে ফেরেন। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান। সাইফ উদ্দিন ১৫ ও নাঈম হাসান ২৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ এ একাদশ: জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, আল আমিন,শরিফুল ইসলাম, আফিফ হাসান, সাইফুদ্দিন, নাঈম হাসান, তাইজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে