বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১০:৫৪:১৭

মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়!

মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়!

স্পোর্টস ডেস্ক: এই বয়সটায় তো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। ব্লেসিং মুজারবানির সে স্বপ্ন পূরণ হয়েই গিয়েছিল। প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে দলে জায়গা করে নেয়া এই দীর্ঘকায় পেসার জিম্বাবুয়ের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেন কয়েক মাসের মধ্যে। ক্যারিয়ারের এই উঠতি সময়ে এসে হঠাতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি, মাত্র ২১ বছর বয়সেই।

গত বছর বক্সিং ডে'র দিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুজারবানির। এরপর থেকে বলতে গেলে দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। হঠাৎ কেন তবে এই কঠিন সিদ্ধান্ত?

জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংলিশ ক্রিকেটে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন মুজারবানি। এক বিবৃতিতে তারা বলেছে, 'ব্লেসিং মুজারবানি তার ক্যারিয়ারকে বিদায় বলছেন, ইংল্যান্ডে যাওয়ার জন্য। ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার জিম্বাবুয়ের হয়ে ১টি টেস্ট, ১৮টি ওয়ানডে আর ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। আমরা তার এই প্রচেষ্টাকে শুভকামনা জানাই।'

বিদায়বেলায় মুজারবানি বলেন, 'আমি আমার সাবেক সতীর্থ এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। তবে আমি মনে করছি ব্যক্তিগত এবং পেশাদারিত্বের দিক থেকে নতুন একটি চ্যালেঞ্জে নাম লেখাতে পারার সঠিক সময় এটাই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে