শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮, ১১:০৮:২৯

দুই টাইগার সাইফিউদ্দিন- শরিফুল ইসলামের আঘাতে শুরুতেই প্রতিরোধের মুখে আয়ারল্যান্ড

দুই টাইগার সাইফিউদ্দিন- শরিফুল ইসলামের আঘাতে শুরুতেই প্রতিরোধের মুখে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শঙ্কা কাটিয়ে অবশেষে খেলা শুরু হলো। নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ম্যাচ শুরু হতে যাওয়ার ফলে উভয় দলের ইনিংস থেকে ২ ওভার করে কেটে ম্যাচটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৮ ওভারে। এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচে জয় পেলে সিরিজ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

টসে বাংলাদেশ হেরে যাওয়া  আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড দলপতি অ্যান্ডি বালবিরনি।

নতুন সূচিতে অনুষ্ঠেয় ম্যাচে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে দূর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিক আইরিশরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের পাহাড়সম স্কোর গড়ার পর বোলারদের নিয়ন্ত্রিত ও তোপ ছড়ানো বোলিংয়ে ১৫ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১০৪ রান করলে বৃষ্টি বাগাড়ায় ম্যাচটির নিষ্পত্তি ঘটে ডি/এল মেথডে। যেখানে ৫১ রানে এগিয়ে থেকে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

এর ফলে সিরিজের শেষ তথা আজকের ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। উল্লেখ্য, ক্রিকেটের ছোট্ট সংস্করণের প্রতিযোগিতা শুরুর আগে দু’দলের মধ্যকার পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজটি ২-২ সমতায় শেষ হয়।

দুই টাইগার সাইফিউদ্দিন- শরিফুল ইসলামের আঘাতে শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন আয়ারল্যান্ড।  ১৭ রানের মাথায় ওপেনার স্টুয়ার্ট থম্পসনের উইকেট হারায়। তিনি মাত্র ১২ রান করে সাইফিউদ্দিনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।

আবার ৯ রানের মাথায় ওপেনার ডেলেনিকে নিজের শিকার বানিয়েছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত আয়ারল্যান্ড ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান।

বাংলাদেশ দলে আছেন যারা:

সৌম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), জাকির হাসান, আল আমিন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মিজানুর রহমান, নুরুল হাসান।

আয়ারল্যান্ড দলে আছেন যারা:

এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), স্টুয়ার্ট থম্পসন, গ্যারেথ ডেলেনি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও ব্রায়েন, সিমি সিং,  লোরাকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, ডেভিড ডেলেনি, ব্যারি ম্যাকার্থি, জেমস শ্যানন, ট্রায়ন কেন, পিটার চেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে