শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১২:৩৯:১৯

উল্টো পথে হেঁটে বিতর্কে বিরাট কোহলি

উল্টো পথে হেঁটে বিতর্কে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় সবাই যখন শোকবার্তা প্রকাশ করেছেন, তখন উল্টো পথে হেঁটে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি৷

বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী৷ নয়াদিল্লির এইমস হাসপাতালে গত দু’মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ গত দু’দিন ধরে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল৷ মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ 

বুধবার থেকে বন্ধ হয়ে যায় বাজপেয়ীর শরীরের বেশিরভাগ অঙ্গের কাজ৷ ভেন্টিলেশনে চলে যান তিনি৷ এরপর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর৷

 বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরাট৷ সেই পোস্টটি একেবারেই প্রচারমূলক৷ পোস্টটিতে একটি ফ্যাশন ব্যান্ডের প্রচার করেছেন ভারত অধিনায়ক৷ এই নিয়েই যত বিতর্ক৷ 

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে ভারত জুড়ে যখন শোকের আবহ, সেখানেই তার এই পোস্টকে সুনজরে দেখেনি ভক্তরা৷ ‘wrogn’ নামের একটি ইউথ ফ্যাশন ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত রয়েছেন বিরাট৷ সেই ব্র্যান্ডেরই প্রচারের টুইটারে পোস্ট করেছিলেন তিনি৷ এরপর তাকে কটাক্ষ করেছেন সমর্থকরা৷  পরে অবশ্য টুইটে অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা পোস্ট করেছেন ভিকে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে