শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ০১:১৬:০২

‘সে চমক দিয়েই বার্সেলোনা থেকে ব্রাজিলে এসেছে’

‘সে চমক দিয়েই বার্সেলোনা থেকে ব্রাজিলে এসেছে’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পরে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের ২টি প্রীতি ম্যাচ একসাথে অনুষ্ঠিত হবে তাদের।
আগামী ৭ সেপ্টেম্বর নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে এই ম্যাচে ব্রাজিলের একাদশে চমক ছিলেন বার্সেলোনা থেকে উঠে আসা আর্থার। তার ব্যাপারে ব্রাজিল দলের আরেক তারকা রাফিনহা বলেন ,’ আসলে কি ব্রাজিল দলে চমক দিয়েই উঠে এসেছেন আর্থার। জাতীয় দলের হয়ে সার্ভিস দেওয়া সকল ক্ষমতা আছে তার।’

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), হুগো (ফ্লামিঙ্গো), নেতো (ভালেন্সিয়া)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), দেদে (ক্রজেইরো), ফাবিনিয়ো (লিভারপুল), ফাগনার (করিন্থিয়ান্স), ফেলিপে (পোর্তো), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি)।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ম্যানচেস্টার ইউনাইটেড), আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ফ্লামিঙ্গো), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা), রেনাতো আউগোস্তো (বেইজিং গোয়ান)।

ফরোয়ার্ড: দগলাস কস্তা (ইউভেন্তুস), রবের্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্লুমিনেসে), উইলিয়ান (চেলসি), এভেরতন (গ্রেমিও)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে