শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১২:১২:৩৭

ভারতকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

ভারতকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: সাত মাস আগের টুর্নামেন্টের ফাইনালেও ছিল একই লাইনআপ—বাংলাদেশ বনাম ভারত। আগের সঙ্গে পার্থক্য হলো, এবার দুর্দান্ত ফেভারিট হয়েই ফাইনালে নামবে বাংলাদেশ। ভুটানে তহুরা-শামসুন্নাহারদের দাপট, গোল অভ্যাস এবং দলের সামগ্রিক পারফরম্যান্স দেখে বাংলাদেশকে সেরা মানছেন সবাই। অথচ সেই আগের দলই খেলছে, কিন্তু গত সাত মাসের বিরামহীন ট্রেনিংয়ে তারা হয়েছে আরো নিখুঁত।

কেটে গেছে গোল মিসের বদঅভ্যাসটা। অক্ষুণ্ন আছে গোল না খাওয়ার রেকর্ডও। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে চার ম্যাচে একটি গোলও খায়নি বাংলাদেশ। সেই ধারা বজায় আছে থিম্পুর টুর্নামেন্টের তিন ম্যাচেও।

গোলরক্ষক মাহমুদা আক্তারের প্রতিজ্ঞা ধরলে শেষ ম্যাচেও সুরক্ষিত থাকবে লাল-সবুজের পোস্ট। তাহলে বাকি থাকে গোল করার কাজটা। সেটা তারা করেছে প্রতি ম্যাচেই, গোল যে এত সহজলভ্য ব্যাপার লাল-সবুজের মেয়েদের খেলা না দেখলে বোঝা যায় না। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো হয়ে গেছে তাদের ট্রেডমার্ক। ফাইনালেও এই ধারা বজায় রাখায় প্রতিজ্ঞা করছে মেয়েরা। ছবি : বাফুফে
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে