শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১২:৪২:২৩

সিপিএলে ৫৪ বলে ১০৪ রানের ইনিংস হাঁকালেন পোলার্ড

সিপিএলে ৫৪ বলে ১০৪ রানের ইনিংস হাঁকালেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে কাইরন পোলার্ড ভীতি জাগানিয়া এক নাম। বিশেষ করে তাঁর মারমুখো ব্যাটিং যে কোনো দলের বোলারের মাথাব্যথার কারণ। অথচ এই সংস্করণে তাঁর কোনো সেঞ্চুরি ছিল না! টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ডটাও ছিল তাঁর-ই দখলে। তবে সিপিএলে আজ সেন্ট লুসিয়া-বারবাডোজ ট্রাইডেন্টস ম্যাচের পর এ দুটি তথ্য আর সঠিক নয়। কারণ পোলার্ড তিন অঙ্কের দেখা পেয়ে গেছেন!

আগে ব্যাটিংয়ে নামা লুসিয়ার হয়ে ৫৪ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ক্যারিবীয়। পোলার্ডের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি। তাঁর ৮ ছক্কা ও ৬ চারে সাজানো ইনিংসে ভর করে লুসিয়াও পেয়ে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ (৬ উইকেটে ২২৬)। ৮০ রান করেছেন লুসিয়া ওপেনার আন্দ্রে ফ্লেচার। পরে এই বিশাল স্কোর তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রানে থেমেছে বারবাডোজ। ৩৮ রানের এই জয়ে টানা ১৫ ম্যাচ হারের বৃত্ত ভাঙল লুসিয়া।

কাঙ্ক্ষিত এই সেঞ্চুরির দেখা পেতে পোলার্ডকে খেলতে হয়েছে ৩৮৪ ইনিংস। ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেতে আর কোনো ব্যাটসম্যানেরই এত বেশিসংখ্যক ইনিংস খেলতে হয়নি। শহীদ আফ্রিদি এই সংস্করণে প্রথম সেঞ্চুরি পেয়েছেন ২২২তম ইনিংসে, বিরাট কোহলি ১৮১তম ইনিংসে।

পোলার্ড সেঞ্চুরি করে কিন্তু একটি রেকর্ড হাতছাড়াও করেছেন। ওই যে, টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চসংখ্যক রান। এই রেকর্ডটি এখন শোয়েব মালিকের। পাকিস্তানের এই অলরাউন্ডার ৩১৭ ম্যাচে ৮০৩৪ রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়াই।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে