শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ০৩:৪৫:০৫

সন্ধ্যা সাতটায় বাংলাদেশ-ভারত ম্যাচ

সন্ধ্যা সাতটায় বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছে বাংলোদেশের মেয়েরা। গেল বারের ন্যায় এবারও মেয়েদের প্রতিপক্ষ ভারত। গত আসরে ঘরের মাঠে প্রতিবেশী দেশকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট উঠেছেলি বাংলার মেয়েদের মাথায়। সেই আত্মবিশ্বাস নিয়ে এবারও চ্যাম্পিয়ন হতে প্রতিজ্ঞাবদ্ধ লাল-সবুজের মেয়েরা।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘এটা একটি ফাইনাল ম্যাচ। যার জন্য আমরা সবাই তৈরি। আমরা নিজেদের সেরাটা দিয়ে ভারতের বিপক্ষে জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আজ দ্রুত গোল দিয়ে চাপ কমানো আমাদের প্রথম লক্ষ্য। প্রতিপক্ষ হিসেবে অনেক ভালো দল ভারত। তাছাড়া তাদের অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে। কিন্তু আমাদের লক্ষ্য ফাইনাল জেতা এবং দেশের জন্য ট্রফি ধরে রাখা।’

একই স্বপ্নের কথা জানালেন সহ-অধিনায়ক আঁখি খাতুনও। তিনি বলেন,‘আমার টার্গেট ও স্বপ্ন ফাইনাল ম্যাচ জেতা এবং আবারও চ্যাম্পিয়ন হওয়া।’

মেয়েদের ধারাবাহিক পারফর্ম নিয়ে তাদের কোচ গোলাম রব্বানী ছোটনও খুব অবাক। এই বিষয়ে তিনি বলেন,‘মেয়েরা টানা একই রকম ফুটবল খেলে চলেছে। ফুটবলে অনেক সময়ই পারফরম্যান্স আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু আমাদের মেয়েরা গত সাফ থেকে এই সাফ, এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচ একই রকমের খেলা খেলে যাচ্ছে।’

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভুটানের থিম্পু চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে