শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১১:১১:২১

কাউন্টি খেলবেন সৌম্য-সাব্বিররা!

কাউন্টি খেলবেন সৌম্য-সাব্বিররা!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে ঘরোয়া ক্রিকেটের মধ্যে সেরা হলো অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড ও ইংল্যান্ডের ইংলিশ কাউন্টি ক্রিকেট। এই দুই লিগে খেলার মাধ্যমে নিজেদের খেলার মান উন্নয়নের সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান খেলেছেন। কিন্তু এখন পর্যন্ত শেফিল্ড শিল্ডে টাইগারদের পা পড়েনি।

আর কাউন্টি খেলে টাইগারদের উন্নতি ছিলো চোখে পড়ার মতো। আজকের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কাউন্টি খেলেই নিজেকে আরও শানিত করেছেন। তাই এবার বিসিবি নিজেদের উদ্যোগে আগামী মৌসুমে বেশ কিছু খেলোয়াড়কে কাউন্টি ক্রিকেটে পাঠানোর পরিকল্পনা করছে। সেক্ষেত্রে বিসিবি ও কাউন্টি ক্লাবগুলো মধ্যে মাধ্যম হিসেবে কাজ করবেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস।

খেলোয়াড়ি জীবন ও পরে কোচ হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ রোডস। সাকিব উস্টারশায়ারে খেলার সময় সে দলের কোচিং প্যানেলেও ছিলেন ৫৪ বছর বয়সী রোডস। যে কারণে টাইগারদের কোচ হওয়ার আগে থেকেই টাইগার অধিনায়কের সাথে পরিচয় ছিল তার।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমি তাকে (স্টিভ রোডস) বলেছি যাতে সে আমাদের জন্য কাউন্টি ক্রিকেটের দরজা খোলার ব্যাপারে কিছু করে। সে উত্তর দিয়েছে যে চেষ্টা করবে। এ মাসের ২৭ তারিখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তখনই  আমরা আবারো এ ব্যাপারে আলোচনায় বসবো। খেলা না থাকলে খেলোয়াড়দের করার কিছুই থাকে না। সেসময়টা তারা ইংল্যান্ডে গিয়ে খেলতে পারে।’

নান্নু আরও বলেন, ‘প্রথমে রোডসকে ক্লাবগুলোর এজেন্টদের সঙ্গে কথা বলতে হবে। তারপর হয়তো তারা কোন ব্যবস্থা নিতে পারবে। এমন অনেক এজেন্ট আছে যাদেরকে পর্যাপ্ত তথ্য-উপাত্ত দিলে যথাযথ ক্লাবের সন্ধান দিয়ে থাকে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে