রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ১২:৪৫:২২

সাকিবকে পাওয়ার আশা মিনহাজুলের, সন্তুষ্ট ‘এ’ দলের পারফরম্যান্সে

সাকিবকে পাওয়ার আশা মিনহাজুলের, সন্তুষ্ট ‘এ’ দলের পারফরম্যান্সে

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথ থেকেই বাঁহাতের কনিষ্ঠ আঙুলের পুরোনোব্যথার কথা বলে আসছিলেন সাকিব।

ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁর আঙুলে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে। অস্ত্রোপচার করাবেন বলে মনস্থির করেছেন সাকিব নিজেও। বিসিবির তার রিপোর্ট দেখিয়েছে অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড হয়কে। যতদ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে চান সাকিব। অস্ত্রোপচার করালে প্রায় দেড়-দুইমাস রিহ্যাবের জন্য দরকার পড়বে।

কিন্তু সাকিবের অস্ত্রোপচারের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এশিয়া কাপ! সেপ্টেম্বরের ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইছেন এশিয়া কাপের পর হোক সাকিবেরঅস্ত্রোপচার।  প্রদাহ কমাতে পুনরায় ইঞ্জেকশন ব্যবহার করে অন্তত এশিয়া কাপ খেলুক সাকিব। বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথাও বলবেন তিনি।

বিসিবি এরই মধ্যে এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সাকিব আল হাসানকে রেখে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচকও সাকিবকে পাওয়ার আশা করছেন।

আজ মিরপুরে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘এই মুহূর্তে সাকিবের সার্জারির ব্যাপারে কোন আপডেট নেই। সুতরাং এই বিষয়ে এখনই ভাবছি না আমরা। কারণ আমরা যখনই জানতে পারবো যে সার্জারিটি কখন হবে তখনই চিন্তা করবো। আমাদের ২৭ তারিখ থেকে অনুশীলন শুরু হবে। আশা করছি সে আমাদের সাথে যুক্ত হবে।'

এদিকে ‘এ’ দলের আয়ারল্যান্ড সফর নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক। ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে অমীমাসিংত থাকলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। বেশ কয়েকজনের পারফরম্যান্সও ছিল উজ্জ্বল।

‘সৌম্য সরকার সেখানে টি-টোয়েন্টি ভালো খেলেছে। আফিফ ভালো খেলেছে। পেস বোলারদের মধ্যে খালেদ, শরীফুল, সাইফ উদ্দিন ভালো বোলিং করেছে। আমার টোটাল যে পারফরম্যান্সটা চেয়েছিলাম সেটা পেয়েছি। আশা করি সামনে জাতীয় দলে যে ঘাটতি থাকবে এখান থেকে আমরা তা পূরণ করতে পারব। 'এ' দলে যারা গিয়েছে তাদের সবারই সুযোগ থাকবে। যেকোনো প্লেসে যাকে যখন দরকার হবে তখন তাকে সেই জায়গায় খেলানো হবে। 'এ' দলের যদি ধারাবাহিকভাবে আরও কয়েকটি প্রোগ্রাম থাকে তাহলে দেখবেন যে আমাদের যে ব্যাকআপ ক্রিকেটারের ঘাটতি রয়েছে সেটি তাড়াতাড়িই পূরণ হয়ে যাবে।' – বলেছেন মিনহাজুল আবেদীন।-রাইজিংবিডি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে