রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ০১:৪৫:৪০

ফেসবুকে কীভাবে দেখবেন লা লিগার ম্যাচ?

ফেসবুকে কীভাবে দেখবেন লা লিগার ম্যাচ?

স্পোর্টস ডেস্ক: আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির বার্সেলোনা। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় শুরু হবে ম্যাচটি। এবারের লা লিগার ম্যাচ দেখার জন্য চ্যানেলের পর চ্যানেল ঘোরানোর কোনো ঝামেলা নেই। কারণ হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটিতেই দেখা যাবে লা লিগা। এজন্য কেবল চোখ রাখতে হবে সোশ্যাল অ্যাপ ফেসবুকে।

কিন্তু ফেসবুকে লক্ষ কোটি পেইজ-আইডির ভীড়ে কোথায় দেখবেন মেসিদের খেলা? খেলা দেখতে ফেসবুকে লগইন করে ঢুকতে হবে লা লিগার অফিশিয়াল পেজে (https://www.facebook.com/LaLiga/)। লা লিগার ২০টি ক্লাবের অফিশিয়াল পেজে ঢুঁ মেরেও দেখতে পারবেন ওই দলের খেলা। যেমন আগামীকাল রাত সোয়া ২টায় বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলা দেখতে তাদের অফিসিয়াল পেইজে নজর রাখুন।

তবে ম্যাচগুলো ভারতীয় উপমহাদেশের কোনো টিভিতে না দেখানোয় খুশি হতে পারেননি এই অঞ্চলের দর্শকরা। কারণ, বাংলাদেশে বেশির ভাগ মানুষই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। অনেকে ব্যবহার করেন ফেসবুকের ফ্রি বেসিকস। যেখানে ভিডিও বা ছবি দেখা যায় না। বেশির ভাগ ব্যবহারকারী ছোট ছোট ডাটা প্যাকেজ ব্যবহার করেন। সেখানে একটি ম্যাচ দেখতে হলে কমবেশি ৫০০ মেগাবাইট ডেটা খরচ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে