শুক্রবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:১৯:৩৯

ওভালে মান বাঁচানোর মিশন

ওভালে মান বাঁচানোর মিশন

স্পোর্টস ডেস্কঃ এ্যালেস্টার কুকের ফেয়ারওয়েল পার্টি কি নষ্ট করতে পারবে বিরাট বাহিনী? ওভাল টেস্টের আগের দিন এই প্রশ্ন উঁকি দিচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। আগেই ইংল্যান্ডের কাছে পাঁচ টেস্টের সিরিজ খুঁইয়েছে ভারত। শুক্রবার থেকে কেনিংটন ওভালে শুরু হচ্ছে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। সিরিজ হারলেও শেষ টেস্ট জিতে মুখরক্ষা করতে চায় কোহেলী অ্যান্ড কোং। সেই সঙ্গে ভারত নষ্ট করতে চায় কুকের ফেয়ারওয়েল পার্টি। ওভাল টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন বাঁ-হাতি ইংরেজ ওপেনার। সাউদাম্পটনে ইংল্যান্ড সিরিজ জয়ের পর অবসর ঘোষণ করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।

পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট জিতে দারুণ শুরু করেছিল রুটবাহিনী৷ কিন্তু ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট জিতে বিরাটবাহিনী ব্যবধান কমালেও রোজ বোলে বিরাটদের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয়। এজবাস্টনের মতো রোজ বোলেও টেস্ট জয়ের সুযোগ ছিল ভারতের। কিন্তু দ্রাবিড়ের ভারতের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন সত্যি করার জন্য বিরাট প্রচেষ্টা যথেষ্ট ছিল না। চতুর্থ টেস্ট জতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এগিয়ে গিয়ে সিরিজ পকেট পুরে নেয় রুট এ্যান্ড কোং।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারায় সমালোচনার মুখে পড়তে হয় টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীকে। বিদেশে ব্যাটিং ব্যর্থতার জন্য বিরাটদের ‘হেডস্যার’ শাস্ত্রীকে দায়ী করেছেন প্রাক্তনরা। কারণ শাস্ত্রীকে কোচ করার সময় বিসিসিআই-এর ক্রিকেট এ্যাডভাইজারি কমিটি (শচিন, সৌরভ ও লক্ষ্ণণ) টিম ইন্ডিয়ার বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সুপারিশ করেছিল। কিন্তু কোচ হয়েই শাস্ত্রী সেই সুপারিশ খারিজ করে দেয়।

শুধু তাই নয়, ওভাল টেস্টর দু’দিন আগে সাফাই দিতে গিয়ে বিরাটের এই দলকেই গত ১৫ বছরে বিদেশের মাটিতে ভারতের সেরা দল বলে দাবি করেন শাস্ত্রী। বিরাটদের হেডস্যার বোধহয় ভুল গিয়েছেন সৌরভ গাঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০২ ইংল্যান্ড এবং ২০০৩-০৪ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

দ্রাবিড়ের নেতৃত্বে ভারত টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ (২০০৬) ও ইংল্যান্ড (২০০৭) এবং দক্ষিণ আফ্রিকায়। এছাড়াও অনিল কুম্বলের নেতৃত্বে পারথের বাউন্সি পিচে টেস্ট জিতেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জয় এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। তার পরও শাস্ত্রী বিরাটের এই দলকে গত ১৫ বছরের বিদেশের মাটিতে সেরা পারফরম্যান্স বলে দাবি করেছেন। শাস্ত্রীর কোচিংয়ে বিরাটের নেতৃত্বে বিদেশের মাটিতে টানা সিরিজ (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড) সিরিজ হারল টিম ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে