শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০০:৩৪

ভারতকে নিয়ে যা বললেন শোয়েব মালিক

ভারতকে নিয়ে যা বললেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। মাঠ, গ্যালারি ছাপিয়ে সেই উত্তেজনার পারদ আছড়ে পড়ে টিভি সেটের সামনে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখতে উদগ্রীব থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। অফিস-আদালত, রাজপথ থেকে ফুটপাত, প্রত্যন্ত অঞ্চলের অলিগলিতেও এ নিয়ে চলে তুমুল আলোচনা। চুলচেরা বিশ্লেষণে মাতেন বিশেষজ্ঞরা।

তবে নিজেদের লড়াইকে এতটা উত্তেজনাপূর্ণ মনে করেন না পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক। আর ১০টি ম্যাচের মতো মনে করেন তিনি।

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান লড়াই এখন নিয়মিত দেখা যায় না। ভক্ত-সমর্থকরা সবশেষ দুই দেশের ‘যুদ্ধ’ দেখেন গেল বছর। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোহলি বাহিনীকে নাচিয়ে শিরোপা ঘরে তোলেন সরফরাজরা। এশিয়া কাপের বদৌলতে ফের তা দেখার সুযোগ পাচ্ছেন তারা। ১৯ সেপ্টেম্বর গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই পড়শি। এ নিয়ে ক্রিকেটাঙ্গন থেকে সর্বমহলে চলছে তুমুল আলোচনা।

কিন্তু এতে এত আলোচনার কিছু দেখছেন না শোয়েব, আসছে এশিয়া কাপে লড়বে ভারত-পাকিস্তান। আমার কাছে এটি অন্য ম্যাচগুলোর মতোই। শুধু নিজে না সতীর্থদেরও সেই ম্যাচকে সেভাবে দেখার পরামর্শ দিয়েছি।

সতীর্থদের উদ্দেশে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, চাপ নেয়ার কোনো দরকার নেই। এটি অন্য ম্যাচের মতোই মনে কর। চিন্তা করার কিছুই নেই। আমাদের ব্যাটসম্যানরা দারুণ করছে। আশা করছি, আসছে টুর্নামেন্টেও ভালো খেলবে। ওয়ানডে ম্যাচ জিততে ক্ষণিকের মধ্যে ২-৩ উইকেট নেয়ার বোলার থাকতে হয়। আমাদের দলে সেরকম বোলারও আছে। খামাখা মাথা ঘামিও না।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে