শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৪:১৫

ব্যাকআপ পেস তৈরি করে ওয়ালশের বিদায়!

ব্যাকআপ পেস তৈরি করে ওয়ালশের বিদায়!

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ বোলিং কোচের ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এরপর বিদায় নিবেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি জাতীয় দলে প্রতিভাবান পেসার দেখে যেতে চান। তিনি জোড় দিতে চান টেস্ট বোলার তৈরির দিকেও।ব্যাকআপ পেস তৈরি করে ওয়ালশের বিদায়!

তিনি মনে করেন, বাংলাদেশ দলের পেসাররা অবশ্যই উন্নতি করেছে। তাই টেস্টে পেসারদের দৈন্য অবস্থা নিয়ে খুব বেশি চিন্তা করছেন না টাইগার পেস বোলিং।

ওয়ালশ বলেন, ‘টেস্টে আমরা বলার মতো কিছু করি নি এখনও। তবে আমার মতে তারা অবশ্যই কিছুটা উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত আমরা চার দিনের ম্যাচ বেশি খেলিনি যখন আমরা সফরে গিয়েছি। তবে এরপরেও কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে।’

পেস বোলিংদের নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করছি যে আমার মেয়াদ শেষ হওয়ার আগে পেস বোলিংয়ের একটি ভালো ব্যাক আপ বাংলাদেশকে দিতে পারবো। দুর্ভাগ্যক্রমে ওয়েস্ট ইন্ডিজে আমাদের সর্বশেষ সফরটি প্রত্যাশামূলক হয়নি যতটা আমি চেয়েছিলাম। আশা করি দল নির্বাচনের বিষয়টি ঠিক পথেই এগোচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে