রবিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৬:৩৮

ক্রিকেট ইতিহাসের ১৩ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করলেন রাহুল

ক্রিকেট ইতিহাসের ১৩ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করলেন রাহুল

স্পোর্টস ডেস্ক: গত ৭ সেপ্টম্বর শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট খেলতে নেমেছে ভারত।টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৩২ রানে থেমে যায়।ভারত আগে থেকেই সিরিজ হেরে বসে রয়েছে।এই টেস্ট ভারতের জন্য শুধু সম্মান রক্ষার লড়াই।কিন্তু এই শেষ টেস্টে এসে দেশের হয়ে একটি বিরল রেকর্ড স্পর্শ করে ফেললেন ওপেনার লোকেশ রাহুল। কিন্তু সেটা ব্যাট হাতে নয়,বরং ক্যাচ নিয়ে।

শেষ টেস্টের দ্বিতীয় দিন স্টুয়ার্ট ব্রডকে মিড-অনে ক্যাচ নিয়ে তাকে পাঠালেন প্যাভেলিয়নে আর তার সঙ্গে ছুঁয়ে ফেললেন রাহুল দ্রাবিড়ের ১৩ বছরের পুরাতন রেকর্ড। কোনো একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ডটি স্পর্শ করলেন লোকেশ রাহুল। রাহুলের সামনে এখনো দ্রাবিড়কে ছাপিয়ে যাওয়ার রাস্তা খোলা আছে। কারণ এখনো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ইংল্যান্ড।

বিশ্বের সেরা স্লিপ ফিল্ডার রাহুল দ্রাবিড়কেই বলা হত।২০০৪-২০০৫এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাস্কার-বর্ডার ট্রফিতে ১৩টি ক্যাচ নিয়েছিলেন তিনি একাই।সেটা অবস্য ৪ ম্যাচের সিরিজ ছিল। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে রাহুল ক্যাচ নিলেন ১৩টি ।ভারতের হয়ে একই রেকর্ডে মালিক হলেন দুই ভিন্ন রাহুল।

এ ছাড়াও এক টেস্ট সিরিজে ১৩টি ক্যাচের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার বব সিম্পসন ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার।১৯২০-২১এর অ্যাসেজে বিশ্ব ক্রিকেটে ১৫টি ক্যাচ নিয়ে এই রেকর্ড এর মালিক অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে