সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৬:৩২

তার কথা থেকে বুঝা যাচ্ছে আশরাফুলের জাতীয় দলের দরজা খোলা

তার কথা থেকে বুঝা যাচ্ছে আশরাফুলের জাতীয় দলের দরজা খোলা

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে সবধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু পরে তা কমিয়ে ৫ বছরে আনা হয়। কিছুদিন আগেই সব ধরণের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে তার। যার ফলে জাতীয় দলে ফিরতে আর কোনো বাধা নেই তার।

এবার আশরাফুল ইস্যুতে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তবে কথাগুলো নিজস্ব এবং তা বোর্ডের বা অফিসিয়াল নয় বলেও জানিয়েছেন আকরাম খান।

তিনি বলেন, ‘আশরাফুল ইস্যুতে ক্রিকেট বোর্ডের চিন্তা ভাবনা কি, বোর্ড তাকে নিয়ে আসলে কি ভাবছে, তা আমি এখনো বলতে পারব না। কারণ এটি বোর্ডের নীতি নির্ধারণী বিষয়। ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত কোনো ক্রিকেটারের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবার পর তাকে নেওয়া বা না নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের। এটা অবশ্যই স্পর্শকাতর বিষয়। কাজেই আশরাফুল ইস্যুতে বোর্ডের অবস্থান কি, তা আসলে আমার জানা নেই।’

তিনি আরো বলেন, ‘এটা হয়তো আলোচনা সাপেক্ষে জানা যাবে এবং নিষেধাজ্ঞা উঠে যাবার পর হয়তো সেই আলোচনাটা নিশ্চয়ই বোর্ডের নীতি নির্ধারণী মহলেই হবে। তখনই বিসিবির চিন্তা-ভাবনা ও মনোভাব পরিষ্কারভাবে জানা যাবে। তবে একজন ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে আমি মনে করি, আশরাফুলের দরজা খোলা আছে বা থাকার কথা।’

সুতরাং তার কথা থেকে বুঝা যাচ্ছে আশরাফুলের জাতীয় দলের দরজা খোলা। তবে পারফরম্যান্স করেই নিজেকে প্রমাণ করতে হবে তার। তাহলেই জাতীয় দলের খেলার সুযোগ পাবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে