মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২২:২১

শঙ্কা কেটে গেছে

শঙ্কা কেটে গেছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল ইতিমধ্য দুবাই পৌছে গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে বাংলাদেশ লংকানদের বিপক্ষে মাঠে নামবে। এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

কিন্তু কিছু দিন আগে নাজমুল হাসান শান্ত, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে অনেক শঙ্কায় ছিল বিসিবি। আর এই কারণেই প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার তা কেটে গেছে। আজ তামিমের আঙুলের এক্স-রেতেও কোনো চিড় খুঁজে পাননি ফিজিও ও চিকিৎসকেরা।

এছাড়াও শান্তর আঙুলের ব্যথা প্রথম ম্যাচের আগেই সেরে যাবে বলেই আশাবাদী চিকিৎসাকরা। অন্যদিকে সাকিব জানিয়েছিলেন তিনি ২০-৩০ ভাগ ফিট। যদিও এ নিয়ে পরে তিনি বলেন, ফিটনেস নিয়ে বক্তব্যটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই খেলবেন তামিম। এ ব্যপারে তিনি বলেন, চোটটা আঙুলের ডগায়। ব্যাটিং করতে যেয়ে ওই জায়গায় যদি আবার ব্যথা না পাই, তাহলে আশা করি আমি ১৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে পারব। না খেলার কোনো কারণ দেখছি না।

চান্দিমাল না থাকাই কিছুটা হলেও বাংলাদেশের জন্য সুখবরই বটে। এশিয়া কাপে তার খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শঙ্কাটাই এবার সত্যি হলো। আঙুলের চোট থেকে সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

এর জন্য চান্দিমালের বদলি হিসেবে ১৬ সদস্যের দলে ঢুকেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। যিনি ছিলেন পাঁচজন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের একজন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের পর থেকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন ডিকভেলা।

এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশ শ্রীলংকা ও আফগানিস্তান লড়াই করবে সুপার ফোরের জন্য। শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় চান্দিমালের ডান হাতের মধ্যমায় চিড় ধরা পড়ে।

এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রেখেছিল লঙ্কান বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। এর জন্য এটা একটা বড় সুখবর বাংলাদেশ দলের জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে