মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৫:০৯

পাকিন্তানকে বিশেষ গুরুত্ব নয়: ভারতীয় কোচ

পাকিন্তানকে বিশেষ গুরুত্ব নয়: ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্কঃ পাঁচ বছর পর ফুটবলে ভারত-পাক মহারণ! সাফ কাপের সেমিফাইনালে বুধবার (আজ) ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের। শ্রীলঙ্কা ও মালদ্বীপকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামছে আজ। তবে পাকিস্তান ম্যাচ বিশেষ গুরুত্ব না-দিয়ে ছেলেদের আর পাঁচটা সাধারণ ম্যাচ ভাবতে বললেন ‘মেন ইন ব্লু’ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ বলেন, ‘ভারত-পাক লড়াই সম্পর্কে আমরা অবগত। তবে আমরা এই ম্যাচকেও আর পাঁচটা ম্যাচ হিসেবেই দেখছি। আশা করি ওদের হারিয়ে আমরা ফাইনালে উঠতে পারব।’ ভারত-পাকিস্তান শেষবার সরকারি ম্যাচ খেলেছিল সেপ্টেম্বর, ২০১৩। ম্যাচটি হয়েছিল কাঠমন্ডুতে। সেবার পাকিস্তানকে ১-০ হারিয়ে ছিল ‘মেন ইন ব্লু’।

১৩ বছর পর সাফ কাপের শেষ চারে উঠেছে পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। অন্য সেমিফাইনালে নেপাল খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। এই লড়াই নেপালকে এগিয়ে রাখছেন ভারতীয় দলের কোচ। কনস্ট্যানটাইন বলেন, ‘নেপাল দারুণ ফুটবল খেলেছে। ফাইনালে ওদের ওঠাটা মনে হয় না বিশেষ সমস্যা হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে জিতে ফাইনালে নেপালের বিরুদ্ধে মাঠে নামতে চাই।’

নেপালের মনবীর সিং দেশের হয়ে প্রথম গোল পেয়েছেন। লিগে মালদ্বীপের বিরুদ্ধে তাঁর দুরন্ত গোলের ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন। মনবীর সম্পর্কে কনস্ট্যানটাইন বলেন, ‘দেশের হয়ে প্রথম গোল সবসময় দারুণ অনুভূতি। প্রথম গোল পাওয়ার পরও আমার দারুণ অনুভূতি হয়েছিল। তবে ব্যক্তিগত গোলের থেকে দলে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন তাই সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে