মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৯:৪০

তাহলে কী এই কারণে খেলতে পারবে না তামিম!

তাহলে কী এই কারণে খেলতে পারবে না তামিম!

স্পোর্টস ডেস্ক: গত রোববার (৯ সেপ্টেম্বর) আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়লেও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে অবশেষে ভিসা পেয়েছেন তামিম। তবে এখনো ভিসা পাননি ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এমনটি জানিয়েছেন নান্নু।

আজ সন্ধ্যায় ভিসা পেয়েছেন তামিম। আর এশিয়া কাপের লক্ষ্যে আজ রাতেই দেশ ছাড়বেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সময় সন্ধ্যে সাতটা নাগাদ ভিসা হাতে পেয়েছি। বোর্ড থেকে আগেই সম্ভাব্য ফ্লাইট ঠিক করা ছিল। ফ্লাইটের সময় মঙ্গলবার দিবাগত রাত একটায়। আমি আশা করছি, ওই ফ্লাইটেই দুবাই চলে যেতে পারব। তবে ভিসায় আমার নামের বানানে একটু ভুল আছে, আশা করছি এটা ঠিক হয়ে যাবে। আমি ফ্লাই করতে পারব।’

ভিসা সমস্যা কেটে গেলেও আরেকটি সমস্যায় ভুগছেন তামিম। আর তা হলো আঙুলের ইনজুরি। যা নিয়ে ব্যাপক চিন্তিত তিনি। তিনি বলেন, ‘অনেকদিন পর ব্যাটিং প্র্যাকটিস করেছি বলেই কি না জানি না, ব্যাটিংয়ের সময় ও পরে আঙুলে ব্যথা পাচ্ছিলাম। আঙুল কিছুটা ফুলেও গেছে।’ তাহলে কী এই কারণে খেলতে পারবে না তামিম!

আর এমন অবস্থায় এশিয়া কাপের প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দুবাই গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অন্তত দুটি প্র্যাকটিস সেশন পাব। তখনই বোঝা যাবে। তবে আমি আশা করছি, দুই একদিনের মধ্যেই ব্যথা কমে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে