মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১১:৫০

এপিএলের দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড

এপিএলের দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে আফগানিস্তান টি-টোয়েন্টি প্রিমিয়ার লীগের (এপিএল) প্রথম আসরের। কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ এই পাঁচ দলের অংশগ্রহণে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মোট ম্যাচ সংখ্যা ২৩টি।

এবারের এপিএল আসরে খেলবেন বাংলাদশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এবারের এপিএলে নঙ্গরহার দলটির হয়ে খেলবেন এই দুই তারকা। এছাড়াও দলটিতে রয়েছেন আন্দ্রে রাসেল, বেন কাটিং, মোহাম্মদ হাফিজদের মতো তারকারা। সেই সঙ্গে এবারের এপিএল আসর মাতাবেন আফ্রিদি-পেরেরা-গেইল-ম্যাককালামদের মতো তারকারা।

একনজরে দেখেনিন এপিএলের দলগুলোর স্কোয়াড-

পাকতিয়াঃ শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, শারাফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ সেনওয়ারি, ক্রিস জর্ডান, ফাহিম আশরাফ, লুক রাইট, আমাতুল্লাহ ওমেরজাই, রাহমানুল্লাহ গারবাজ, জিয়া উরহামান আকবর, ক্যালাম ম্যাকলয়েড, তাহির আদিল, ইউসুফ জাজি, ফজল জাজাই।

কাবুলঃ রশিদ খান লুক রঞ্চি, হজরত জাজাই, কলিন ইনগ্রাম, ফরিদ মালিক, জাভেদ আহমাদি, সোহেল তানভির, লরি ইভান্স, ওয়েইন পারনেল, শহিদুল্লাহ, মুসলিম মুসা, আফসার খান জাজি, মুহাম্মদ আশান আলি খান, জাহির শিরজাদ, ফিতরাত খাওয়ারি, উসমান আদিল, শওকত জামান, নাসির তোতাখিল, জামির খান।

বালখঃ ক্রিস গেইল, কলিন মুনরো, মোহাম্মদ নবী, রবি বোপারা, আফতাব আলম, গুলবাদিন নাইব, মোহাম্মদ ইরফান, বেন লফলিন, কামরান আকলম, কাইস আহমেদ, উসমান গনি, ইকরাইন আলিখিল, রায়ান টেন ডেসকাট, তারিক স্কানিকাই, আসাদুল্লাহ মাতানি, সামিউল্লাহ সালারজাই, ফারহান জাখিল, মোহাম্মদ নেওয়াজ, দারউইশ রাসুলি।

নঙ্গরহারঃ আন্দ্রে রাসেল, তামিম ইকবাল, মুজিব জাদরান, বেন কাটিং, শফিকুল্লাহ শাফাক, নাজিবুল্লাহ তারাকি, মিচেল ম্যাকক্লেনেগান, মুশফিকুর রহিম, মোহাম্মদ হাফিজ, রহমত শাহ, নাভিন উল হক, জাহির খান, সন্দ্বীপ লামিচানে, ফজল হক, ইমরান জানাত, নাসরাতুল্লাহ কুরেশি, খাইবার ওমর, ইব্রাহিম জাদরান, ফাল নাজাই।

কান্দাহারঃ ব্র্যান্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগান, পল স্টারলিং, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, টাইমাল মিলস, স্যাম বিলিংস, ইফতিখার আহমেদ, হামজা হোতাক, করিম সাদিক, সাইদ সিরজাদ, মোহাম্মদ নাভিদ, ওয়াকার, আব্দুল বাকি, ওয়াহিদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশহাক, নাজির জামাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে