বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৩:২৯

মেসিরই থাকছে সেই ১০

মেসিরই থাকছে সেই ১০

স্পোর্টস ডেস্ক: গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। চলতি বছর দেশের হয়ে কোনো ম্যাচ খেলবেন না বার্সেলোনার এ তারকা, ভবিষ্যতেও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তরও অজানা। তাই দানা বাঁধছে মেসির অবসরের গুঞ্জন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য সবাইকে আশ্বস্ত করেই বলেছেন, মেসি ফিরবেন বলেই রেখে দেওয়া হয়েছে ১০ নম্বর জার্সিটা।

গুয়াতেমালার বিপক্ষে ম্যাচে কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়নি। ম্যাচের পর স্ক্যালোনি জানিয়েছেন, ‘এ প্রশ্নের একটাই জবাব। যে খেলোয়াড়রা বিশ্বকাপে খেলেছিল এবং এই দলে আছে, তারা প্রত্যেকে তাদের বিশ্বকাপের জার্সি নম্বর নিয়েই মাঠে নেমেছে। এ মুহূর্তে ১০ নম্বর জার্সিতে মেসির নাম লেখা এবং সে অবসর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগ পর্যন্ত এই জার্সিতে তার নামই থাকবে।

ভবিষ্যতে কী হয়, সেটা দেখা যাবে; তবে আমরা এখনো তার সাময়িক বিরতির মেয়াদ পূর্তির কাছাকাছিও যাইনি। তাই আমি ঠিক করেছি এই জার্সি নম্বরটা তার জন্যই রেখে দিতে। তবে এখন পর্যন্ত কাউকেই ১০ নম্বর জার্সিটা দেওয়া হচ্ছে না, কারণ এ জার্সিটা শুধু তার জন্যই বরাদ্দ রাখা হয়েছে আর এটা আমার সিদ্ধান্ত।

এর বাইরে আর কিছুই নেই।’ মেসির অবর্তমানে দল জিতলেও মেসির জায়গা নিয়ে কোনো সংশয়ই নেই বলে জোর দিয়ে জানিয়েছেন স্ক্যালোনি, ‘বিশ্বের সেরা ফুটবলার যখন আর্জেন্টিনার হয়ে খেলে না এবং দল হারে, তখন সেটা একটা ভাবনার বিষয়। তবে আমাদের চিন্তাটা হচ্ছে এমন একটা দল গুছিয়ে আনা যেখানে সে আমাদের সঙ্গে আবারও যোগ দেবে আর স্বাচ্ছন্দ্যে খেলবে। আর কিছুই নয়। সে আসতে আসতে আমরা একটা দল গুছিয়ে আনতে চাই, আমরা দেখতে চাই এমন একদল ফুটবলারকে, যারা জানে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার গুরুত্বটা কতখানি। এরপর দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

ইন্টার মিলানে খেলা আর্জেন্টাইন ফুটবলার লুতেরো মার্তিনেসও মনে করেন, আর্জেন্টিনার ফুটবলের ভালোর জন্যই মেসির ফিরে আসা দরকার, ‘মেসি থাকলেই আর্জেন্টিনার ফুটবল এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহই নেই।’

শেষ মুহূর্তে চোট পেয়ে রাশিয়া বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। এরপর বিশ্বকাপে উইলি কাবাইয়েরো আর ফ্রাংকো আরমানি গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন গোলবারে। গুয়াতেমালার বিপক্ষে স্ক্যালোনি দাঁড় করিয়েছেন রিয়াল সোসিয়েদাদে খেলা জেরেনিমো রুলিকে। স্কোয়াডে রোমেরোর নাম থাকলেও তিনি ছিলেন দর্শক।

মাঠে ১০ নম্বর জার্সিধারী কাউকে না দেখে অবাক হয়েছেন রোমেরোও, ‘সব সময় দলে একজন ১০ নম্বর জার্সিধারী থাকে, অথচ এই ম্যাচে কেউ ছিল না। আমি জানি না এই জার্সি নম্বরটা কেন ব্যবহূত হচ্ছে না। আমি জানতেও চাইনি। কেন নেই এই সম্পর্কে কোনো ধারণাও নেই।’ অথচ ম্যাচের পর স্ক্যালোনির কথাতেই স্পষ্ট, কেন ১০ নম্বর জার্সিধারী কেউ ছিলেন না একাদশে। তাহলে কি রোমেরোর সঙ্গে দূরত্ব বাড়ছে স্ক্যালোনির? এএফপি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে