বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৬:৫১

নেপালকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে মালদ্বীপ

 নেপালকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল নেপাল। টুর্নামেন্টের ইতিহাসে কখনো ফাইনাল খেলার রেকর্ড নেই দেশটির।

একদিকে কোচ পিটার সেগরেটের সঙ্গে ঝামেলা চলছে খেলোয়াড়দের। যে কারণে অনেকেই তাকে কোচ হিসেবে চান না। ফলে স্বভাবতই খেলার মধ্যে এর একটা ছাপ পড়ার কথা! কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। সব কিছুকে পেছনে ফেলে ফাইনালের টিকেট পেল মালদ্বীপ। হিমালয় কন্যাকে ৩-০ গোলে হারিয়ে সাফ সুজুকি কাপের ফাইনালে উঠে গেল দ্বীপদেশটি।

ঢাকার মাঠে প্রচুর নেপালি সমর্থক কারণে মালদ্বীপ যেন আরও ক্ষুরধার, আরও ধারালো। নেপালকে পাত্তাই দিল না দলটি। নেপালের স্বপ্ন যাত্রা সেমি ফাইনালেই থামিয়ে দিয়েছে মালদ্বীপ। বুধবার প্রথম সেমি ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দ্বাদশ সাফের ফাইনালে জায়গা করে নিয়েছে ২০০৮ সালের শিরোপা জয়ী মালদ্বীপ।

খেলার ৯ মিনিটে অধিনায়ক আকরাম আবদুল ঘানির ফ্রি-কিক থেকে করা গোলে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১-০ গোলে এগিয়ে থাকে মালদ্বীপ প্রথমার্ধে শেষ করে।

পিছিয়ে পড়া নেপাল ম্যাচে ফিরতে সর্বশক্তি প্রয়োগ করেও গোল আদায় করতে পারেনি। মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ ফয়সাল বেশ কয়েকটি আক্রমণ ফিস্ট করে রুখে দিয়েছিলেন। সুযোগ নষ্ট করেছেন নেপালের দুই ফরোয়ার্ড বিমল ঘারতি মাগার ও ভারত খাওয়াজ।

ম্যাচে ফিরতে নেপাল যখন শেষ ১০ মিনিটে মরণ কামড় দেয় তখন পাল্টা আক্রমণ ব্যবধান বাড়িয়ে নেয় খেলা ৬ মিনিটে আগে। ইব্রাহিম হাসান ওয়াহেদ ৮৪ ও ৮৭ মিনিটে দুটি গোল করে মালদ্বীপকে ফাইনালে তোলার সব ব্যবস্থা করে ফেলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে