শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩০:১০

মাশরাফির সামনে ‘২৫০’

মাশরাফির সামনে ‘২৫০’

স্পোর্টস ডেস্ক: টানা ১৮টি বছর পার করেছেন ক্রিকেট মাঠে। প্রায় অতিবাহিত হয়ে গেছে ক্যারিয়ারের। শেষ বেলায় দাঁড়িয়ে আছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত ইতিহাসে সেরা অধিনায়ক পেসার মাশরাফি বিন মুর্তজা। তিনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম রেকর্ডের সামনে। ম্যাশের সামনে এখন ২৫০ উইকেটের ক্লাবের সদস্য হবার হাতছানি। এশিয়া কাপের ম্যাচেই কি মাশরাফি স্বপ্ন পূরণ করতে পারবেন?

তবে সেরা এই পেস তারকা দেশ ত্যাগের আগে বলে গেছেন, তিনি রেকর্ডের জন্য খেলন না। তিনি দেশের জন্য খেলেন। তবে রেকর্ড যা হবার তা তো নিজে থেকেই হয়ে যায়। হয়তো এবার এশিয়া কাপে মাশরাফি পড়ন্ত বেলায় ২৫০ উইকেটের মালিক হয়েও যেতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি ২৪৫ উইকেট পকেটে জমা করার পর থেকেই মাশরাফি আলোচনার শীর্ষে অবস্থান করছেন। ১৯০টি ওডিআই খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ মাশরাফি আর দরকার মাত্র ৫টি উইকেট। তাহলেই তিনি ২৫০ উইকেট মালিকদের তালিকায় ২২তম স্থানে নাম লেখাবেন। যা হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটনা।

বিশ^ ক্রিকেটে ২৫০ উইকেটের মালিকানার তালিকাটা বেশ লম্বা। ২১টি নাম তালিকায় আছেন, যারা ২৫০ উইকেটের মালিক হয়েছে। শুরুটা করেছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে