শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৭:২২

অবসর নিয়ে ভাবছেন না এ্যান্ডারসন

অবসর নিয়ে ভাবছেন না এ্যান্ডারসন

স্পোর্টস ডেস্কঃ দু’দিন আগেই অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে টপকে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে এখন সর্বাধিক উইকেট শিকারি তিনিই। বয়স ৩৫ হলে কি হবে? জেমস এ্যান্ডারসনের বিষাক্ত স্যুইংয়ে এখনও থরহরি কম্প বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটে নামের পাশে লেখা হয়ে গিয়েছে ৫৬৪টি উইকেট। ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট বোলারের তকমাটা অচিরেই যেন জুড়ে গিয়েছে তাঁর নামের সঙ্গে। কিন্তু এখনই অবসর নিয়ে ভাবতে নারাজ জিমি।

অবসর প্রসঙ্গে ্্যােন্ডারসনের সাফ কথা, ‘এই মুহূর্তে অবসর নিয়ে সত্যিই আমার কোনও মাথাব্যথা নেই। এটা দলের জন্যও খুব একটা ভাল হবে না। তাই আমি পরবর্তী ম্যাচ, পরবর্তী সিরিজেই ফোকাস রাখছি।’ এবিষয়ে অজি কিংবদন্তীর অবসরের কথা তুলে ধরে জিমি জানান, ২০০৬ অ্যাসেজ শেষের পর সকলকে অবাক করে দিয়েই অবসর ঘোষণা করেছিলেন ম্যাকগ্রা। কে বলতে পারে, আমার সঙ্গেও তেমন ঘটনা ঘটতেই পারে। কিন্তু বেশি সামনে তাকাতে আমি পছন্দ করি না।’

সীমিত ওভারের ক্রিকেট থেকে বেশ কিছুটা দূরে থাকায় টেস্ট ক্রিকেটে তাঁর মনোনিবেশ করতে যে সুবিধে হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত ইংরেজ জোরে বোলার। দুটো সিরিজের মাঝে প্রস্তুতির সুযোগ হিসেবে যথেষ্ট সময় থাকায় বিশেষ অসুবিধায় পড়তে হয়না, জানিয়েছেন তিনি। তবে লম্বা সিরিজে বয়সটা যে একটা ফ্যাক্টর সেটা একবাক্যে মেনে নিয়েছেন ইংল্যান্ডের এই স্পিডস্টার। তাই তিরিশোর্দ্ধ দুই জোরে বোলার দলে থাকায় ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দলের থিঙ্কট্যাঙ্ক যথেষ্ট চিন্তায় ছিল বলে জানিয়েছেন এ্যান্ডারসন। 

কিন্তু ভালোয় ভালোয় সিরিজ শেষ করতে পেরে খুশি নতুন রেকর্ডের মালিক। রেকর্ড তো করেছেনই, পাশাপাশি ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ২৪ টি উইকেট তুলে নিয়েছেন এই ইংরেজ পেসার। সিরিজের সর্বাধিক উইকেট শিকারি তিনিই। নভেম্বরে শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে আপাতত কয়েকদিন ছুটিতে মজতে চান জিমি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে