শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৩:০৪

শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ হল যাদের

শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ হল যাদের

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ১৫ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। এশিয়া কাপের ১৪ তম আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক মাশরাফি মনে করেন সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় শ্রীলংকার থেকে বাংলাদেশে একটু এগিয়ে থাকলেও এই ম্যাচে জিততে হলে বাংলাদেশের সেরাটা দিয়ে খেলতে হবে।

তাছাড়া এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার লিটন কুমার দাস। এরপরের পজিশনে একাদশে নিশ্চিত মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি দুই ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, আরিফুল হক এবং মোহাম্মদ মিঠুন এর মধ্যে যেকোনো দুজনকে দেখা যাবে চূড়ান্ত একাদশে।

এদিকে ৪ বোলার এর মধ্যে তিনজন দেখা যাবে পেস বোলার এবং একজন স্পিনার। সেক্ষেত্রে স্পিনার মেহেদি হাসান মিরাজ অথবা নাজমুল এর মধ্য থেকে খেলবে যে কোন একজন। বাকি তিন বোলার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন একাদশে একপ্রকার নিশ্চিত।

শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ হল যাদের:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে