শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০৭:০৯

মাশরাফির নেতৃত্বে এক চমক নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!

মাশরাফির নেতৃত্বে এক চমক নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: আগামীকাল সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ ২০১৮। এশিয়া কাপের ১৪তম আসরের আগে বাংলাদেশ দুই বার ফাইনাল খেলেছিল। কিন্তু দুবারই জয়ের নাগালে থেকেও দুর্ভাগ্যজনক ভাবে হেরে যায়।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি উদ্বোধনী শুরু হবে।

মাশরাফির নেতৃত্বে এক চমক নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ! আর তা হলো প্রথম ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা পেতে পারে লিটন দাসকে। অন্যদিকে সাব্বির রহমানের পজিশনের জন্য তথা লোয়ার মিডল-অর্ডারে মোহাম্মদ মিথুন বা আরিফুল হকের কাউকে দেখা যেতে পারে।

বোলিংয়ে সাকিব আল হাসানের সঙ্গী হতে পারেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে যথারীতি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।মামলা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে