শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৮:৪৪

‘তার উচিৎ এখন নামাজ পড়া, ক্রিকেটের সাথে থাকা নয়’

 ‘তার উচিৎ এখন নামাজ পড়া, ক্রিকেটের সাথে থাকা নয়’

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন পরে ঢাকা ও চট্টগ্রামে আগামী ২৯শে সেপ্টেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আসর। এবারের আসরে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার সাদিক মোহাম্মদ। আর ৭৩ বছর বয়সী সাদিক মোহাম্মদকে ম্যানেজারের দায়িত্ব দেয়া প্রসঙ্গে গত শনিবার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, আমি সাদিক মোহাম্মদের প্রতি সম্মান রেখেই বলছি, তার এই পদে থাকা ঠিক নয়। 

তার উচিৎ এখন নামাজ পড়া, ক্রিকেটের সাথে থাকা নয়। যুবদলের ম্যানেজার হিসেবে সাবেক ক্রিকেটার ইউনুস খান ও মিসবাহ উল হকের মতো ক্রিকেটাররা থাকলে ভালো হবে। শহীদ আফ্রিদির এমন মন্তব্যে মনোক্ষুণ্ন হয়েছেন সাদিক মোহাম্মদ। গতকাল সাদিক বলেন, আমি ৭৩ বছর বয়সী হলেও এখনো আট ঘণ্টার বেশি সময় মাঠে থাকতে পারি। আফ্রিদির উচিত সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের সম্মান করা। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে অভিষেক হওয়া সাদিক সর্বশেষ টেস্ট খেলেন ১৯৮১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে পাঁচটি সেঞ্চুরি এবং ১০টি ফিফটিসহ দুই হাজার ৫৭৯ রান করেন সাদিক। আর ওয়ানডে ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৮৩ রান করেন তিনি। এবারের এশিয়া কাপের ‘এ’ গ্রুপে খেলবে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকায় ও বিকেএসপিতে। আর ‘বি’ গ্রুপের খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ ও এমএ আজিজ স্টেডিয়ামে। তবে, দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে