শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৫:৪৮

মাঠে নামার আগে মাশরাফিকে নিয়ে কি বললেন রোহিত শর্মা?

মাঠে নামার আগে মাশরাফিকে নিয়ে কি বললেন রোহিত শর্মা?

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতি। এই টুর্ণামেন্ট নিয়ে প্রতিটি দলের নিজ নিজ চিন্তা ভাবনা রয়েছে। ভারতীয় দলনেতা রোহিত শর্মারও অবশ্য নিজস্ব প্লান আছে। 

যা ফুটে ওঠে তার কথার মধ্যে দিয়েই। বাংলাদেশের দলনেতা মাশরাফি বিন মুতর্জারও প্লান আছে বলে উঠে আসে তার বক্তব্যে।  
এশিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর ছয় দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন,

'আমি মনে করি এখানে প্রতিটি দলই আগামী বিশ্বকাপের দল যা হবে, সেই চিন্তা থেকে এই টুর্নামেন্টে অংশ নিবে। সবাই চাইবে নিজ নিজ দলের জন্য মানানসই কম্বিনেশন দাঁড় করাতে, বিশ্বকাপের আগে।'

অংশ নেয়া অন্যান্য দলের পরিকল্পনা কি হতে পারে, সেই প্রশ্নের জবাব নেই রোহিতের কাছে, 'আমি অ্যাঞ্জি (অ্যাঞ্জেলো ম্যাথিউস) বা সরফরাজ কি ভাবছে ও কেমন কম্বিনেশন দাঁড় করাতে চাইছে, সেটা তারাই ভালো জানে। পরে আসে মাঠে নামার আগে মাশরাফিকে নিয়ে কি বললেন রোহিত শর্মা? যে প্রসঙ্গ। 

টাইগারদের নিয়ে বলতে গিয়ে রোহিত বলেন, মাশরাফি তাঁর দল নিয়ে কি করতে চাইছে সেটা আমি জানব না, বাকি অধিনায়কদের জন্যও কথাগুলো সত্য। তাদের শক্তি ও দুর্বলতা আমি জানব না।

রোহিত বলেন, দারুণ একটি আসর এটি। প্রতিটি দল তাদের মত করেই ধাপে ধাপে এগিয়ে যেতে চায়। এখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। খেলাটা কেমন হবে তা আঁচ করাটা এখন জটিলই হবে। কয়েকটি ম্যাচ হলে কিছুটা বোঝা যাবে। 
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে