শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৫:৩১

তামিম না খেললে ওপেনিং করবেন কে?

তামিম না খেললে ওপেনিং করবেন কে?

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে (১১ সেপ্টেম্বর) ব্যাটিং প্র্যাকটিসের সময় বাঁ হাতের অনামিকায় ব্যথা অনুভব করেছিলেন ওপেনার তামিম ইববাল। দেশ ছাড়ার আগে তামিম ইকবাল বলেছিলেন, ‘কদিন পর ব্যাটিংয়ের কারণেই হোক কিংবা যে কোন কারণেই হোক ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যাথা অনুভব করেছি। খানিক ফুলেও গেছে।’

আর এই ব্যথাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য। দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দেশসেরা ওপেনারের খেলা নিয়ে সংশয় থেকেই গেছে। কাল মধ্য রাতে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই জানিয়েছেন।

নান্নু বলেন, ‘একাদশের রুপরেখা একরকম চূড়ান্ত। তবে এক নম্বর ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে আছে সংশয়। আমরা শনিবার প্রথম ম্যাচে তাকেই পাবোই এমন নিশ্চয়তা নেই।’ তামিম না খেললে ওপেনিং করবেন কে? 

প্রধান নির্বাচক যখন খেলার ২৪ ঘন্টা আগে এমন কথা বলেন, তখন বুঝেই নিতে হবে তামিমের আঙুলের ব্যাথা পুরোপুরি সাড়েনি। তার খেলার পথে খানিক বাঁধা বিপত্তি আছে। যে কারণে প্রধান নির্বাচকের মুখে সংশয়মুলক কথাবার্তা। ‘তামিম খেলবেই’- নিশ্চিত করে এমন কথা বলতে পারেননি। উল্টো বলেন, ‘তামিমের খেলা নিয়ে ডাউট আছে।’

যদি তামিম না খেলেন তাহলে প্রথম ম্যাচের একাদশে ওপেনিং করবেন কে? আগে থেকেই নিশ্চিত ওপেনিং এ দেখা যাবে লিটন কুমার দাস কে। এখন লিটন সাথে ওপেনিং এ দেখা যাবে কাকে? যদিও ম্যাচে অনেকটাই নিশ্চিত তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত তিনি না খেলতে পারেন তাহলে লিটন কুমার এর সাথে ওপেনিং এ দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুন অথবা মমিনুল হককে।

এমনিতেই একাদশে আজ নিশ্চিত ছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু তামিম ইকবাল খেললে তাকে ব্যাটিং করতে হতে পারে ছয় অথবা সাত নম্বরে। আর তামিমের ইনজুরি কথা চিন্তা করেই স্কোয়াডে সুযোগ পেয়েছেন মমিনুল হক। আর তাই তামিম না খেললে এই দুজনের যে কোনো একজনকে দেখা যাবে লিটন কুমার এর সাথে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে