শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৫:৪৪

টাইগাররা প্রস্তুত

টাইগাররা প্রস্তুত

স্পোর্টস ডেস্কঃ ১৪ম এশিয়া কাপো প্রথম ম্যাচ মাঠে গড়াতে এখন কেবল ঘন্টার হিসেব। লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত টিম বাংলাদেশ। এশিয়া কাপে টাইগারদের প্রতিপক্ষের নাম শ্রীলংকা। ৬ দিন আগে দুবাই পা রাখা টিম বাংলাদেশ বিমান থেকে নেমে পর দিনই অনুশীলনে শুরু করে। ৫ দিন থেকে টানা অনুশীলনের পর্ব সম্পন্ন করেছে মাশরাফিরা। প্রথম ম্যাচে জয় তুলে নিজেদের চাপ মুক্ত রাখাতে চায় মাশরাফি বাহিনী।

আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে নামবে মাশরাফি বাহিনী।

১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ৫টায় প্রস্তুতি পর্বে শেষ বার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিল টিম বাংলাদেশ। রাতে শেষ বার অনুশীলন পর্ব শেষ করে ক্লান্ত তামিম-সাকিব-মুশফি-মাশরাফিরা হোটেলে ফিরে যায়। দল হোটেলে ফিরে যায় রাত ৯টার দিকে (বাংলাদেশ সময়)। এর প্রায় দুই ঘন্টা পর বিসিবির ফেসবুক ভেরিফায়েড পেজে সাকিব-তামিম-মুশফিকদের কঠোর অনুশীলনের ছবি আপলোড করা হয়।

অনুশীলনের ছবিতে সাকিব-মুশফিকের মুখের হাসি বলে দিচ্ছিল আজ বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ পকেটে জমা করা মাশরাফিদের মানসিক লেভেলটা এখন অনেকটাই তুঙ্গে। এখন আর টিম বাংলাদেশ মাঠে নামার আগেই হেরে বসে না। সেটা অধিনায়ক মাশরাফি ঘোষণা দিয়ে গেছেন ‘আমাদের যোগ্যতা আছে’। উল্লেখ, এশিয়া কাপে এটা বাংলা-লংকার ১২ম মোলাকাত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে