শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৭:৩৪

তিন অধিনায়কের দৃস্টিতে এশিয়া কাপ

তিন অধিনায়কের দৃস্টিতে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্কঃ শনিবার থেকে শুরু হচ্ছে ছয় দেশীয় এশিয়া কাপ টুর্নামেন্ট। আগামী ১৮ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে এশিয়া সেরা হওয়ার অভিযান শুরু করছে রোহিত শর্মার ভারত। কিন্তু ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন ১৯ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের জন্য। তবে টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক রোহিতের ঘোষণা দিলেন, ‘কোনও একটা ম্যাচের দিকে নয়, পুরো টুর্নামেন্টেই আমরা ফোকাস করছি।’ আগামীবছর বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত অধিনায়কের আরও সংযোজন, ‘বিশ্বকাপের প্রস্তুুত হিসেবে এশিয়া কাপই নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা মঞ্চ।’

টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয় দেশের অধিনায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানান, ‘প্রত্যেকটা দলই আত্মবিশ্বাসী হয়েই আগামীবছর বিশ্বকাপে মাঠে নামতে চাইবে। কিন্তু আমরা বেশি সামনে তাকাতে চাই না। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপই দলের কম্বিনেশন গড়ে নেওয়ার সেরা সুযোগ। প্রত্যেক ক্রিকেটারই বিশ্বকাপের দলে ঠাঁই পেতে নিজের সেরাটা উজাড় করে দেবে।’

টুর্নামেন্টে ভারত-পাক দ্বৈরথ নিয়ে বলতে গিয়ে ‘হিটম্যান’ রোহিত জানান, পাকিস্তান দুর্দান্ত দল। ওদের বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে রয়েছি। তবে কেবল এই ম্যাচটাতেই আমরা ফোকাস করছি, তা নয়। টুর্নামেন্টের সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফিটা। টুর্নামেন্টে প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে পেরে ব্যক্তিগত ভাবে আমি ভীষণ উৎসাহিত।’

অন্যদিকে টুর্নামেন্টে নিজের দল নিয়ে আশাবাদী সরফরাজ আহমেদ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়কের কথায়, ‘গত একবছর ধরে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলছি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে বিশেষ পরিবর্তন না হওয়ায় দলে একটা ভারসাম্য তৈরি হয়েছে।’ রোহিতের সুরে সুর মিলিয়ে তাঁর আরও সংযোজন, ‘কোন বিশেষ ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টই আমাদের পাখির চোখ। এশিয়া কাপের পর আমরা অস্ট্রেলিয়া সফরে যাব। তাই বিশ্বকাপ অবধি আমরা প্রতিটা সিরিজ ধরেই এগোতে চাই।’

নিদহাস ট্রফির ব্যর্থতা ভুলে টুর্নামেন্টে ভাল ক্রিকেট উপহার দিতে মরিয়া শ্রীলঙ্কাও। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের কথায়, ‘বিশ্বকাপ নিয়ে খুব একটা ভাবছি না। এখন আমদের ফোকাস এশিয়া কাপের ম্যাচগুলোতে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে