শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৯:০৭

যে নতুন নিয়মে হবে এশিয়াকাপ

যে নতুন নিয়মে হবে এশিয়াকাপ

স্পোর্টস ডেস্ক: নতুন নিয়মে হবে এশিয়াকাপ। ছয় দলের অংশগ্রহণে শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়ার অঞ্চলের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই ইউনিমনি এশিয়া কাপ ২০১৮। এবারের আসরকে আরও বেশি জাঁকজমক করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘সুপার ওভার’ সংযোজন!

ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের বিগত আসরগুলোতে এ নিয়ম না থাকলেও এবাওই প্রথম এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে এসিসি। এর ফলে শিরোপা নির্ধারণী ম্যাচ ‘ড্র’ হলেও শিরোপা ভাগাভাগি করে নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না।

যেহেতু ‘ড্র’ হওয়া ম্যাচ সুপার ওভারে গড়াবে সেহেতু এখন থেকে নিশ্চিতভাবে একটি করে দলই তকমা পাবে বিজয়ীর। শনিবার থেকে পর্দা ওঠতে যাওয়া এশিয়া কাপের ১৪তম আসরের জন্য প্রকাশিত ‘খেলার শর্ত’ থেকে এমনটাই জানা গেছে।

সুপার ওভার কি?
“ছয় বলের বিশেষ এক ওভার।” কোনো ম্যাচে অংশ নেওয়া দুটি দলের রানই যখন সমান থেকে শেষ হয় তখন বিজয়ী নির্ধারণের জন্য ছয় বলের এক ওভারে আবারও খেলা গড়ায়। যেখানে প্রথমে এক দল ব্যাট করে প্রতিপক্ষকে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়। অতঃপর ঐ লক্ষ্যমাত্রায় ব্যাট করে তা টপকাতে পারলে প্রতিপক্ষ বিজয়ী আর তা না পারলে প্রথমে ব্যাট করা দল বিজয়ী হিসেবে নির্ধারিত হয়।

ক্রিকেটে সুপার ওভারের ব্যবহার:
টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচের ফলাফল নিষ্পত্তির জন্য এ পদ্ধতি ব্যবহৃৎ হয়ে আসছে। এশিয়া কাপের ইতিহাসে সবশেষ অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতায়ও এ পদ্ধতি ব্যবহারের নীতিমালা ছিল। তবে এবারই প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে সংযুক্ত হচ্ছে বিশেষ এ পদ্ধতিটি।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ:
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে পর্দা ওঠবে এবারের এশিয়া কাপের। বাংলাদেশ সময়ানুযায়ী বিকাল ৫.৩০ মিনিট থেকে শুরু হবে দু’দলের মধ্যকার ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি গাজী টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে