শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০৮:২০

বাংলাদেশের বিপর্যয়ের দিনে মুশফিকের মাইলফলক!

বাংলাদেশের বিপর্যয়ের দিনে মুশফিকের মাইলফলক!

স্পোর্টস ডেস্ক: আরেকটি মাইলফলক অর্জন করলেন বাংলাদেশের রান মেশিন মুশফিক। দল যখন বিপর্যয়ে তখন নিজেই একই লড়লেন। আর তুলে নিলেন একটি মাইলফলক। আরব আমিরাতে এবারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। বাই যখন এক প্রান্ত থেকে বিদায় নিলেন তখন এক প্রান্ত আগে রেখে ১২৩ বলে ১০১ করেন মুশফিক। এটি তার ক্যারিয়ারে ৬তম সেঞ্চুরি।

এর আগে মাত্র ১ তখন চার বল খেলে কোন রান করে লাসিথ মালিঙ্গার বলে ফিরে গেলেন লিটন দাস। দ্বিতীয় মাঠে নেই আউট হলে সাকিব। এ বলে কোন না করেই ফিরতে হল সেই মালিঙ্গার শিকার হয়ে।

অন্যদিকে হাতের কব্জিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে হয়নি। বল লাগে তার কব্জিতে। যার কারণে মাঠের বাইরে চলে যান তিনি।

তামিম বিদায়ের পর হাল ধরলেন ব্যাটিংয়ে অন্যতম ভরসা মুশফিক। আর তার সাথে তরুণ ক্রিকেটার মোহাম্মদ মিথুন। বিপর্যয়ের মুখে এশিয়া কাপে প্রথম মাইলফলক গড়েলে মিথুন। তুলে নিলেন হাফ সেঞ্চুরি। ৫৩ বলে ২ ছয় আর ৪টি চারে ৫১ রান করে ক্রিজে আছেন। এরপর মুশফিক ৬৭ বলে ৫০ রান পুরন করেন। তিনটি চার ও একটি ছয় হাকান।

মিথুন ৬৮ বল খেলে ৬৩ রান করেন। ৫ চার ও ২টি ছক্কা হাঁকিয়ে তিনি এ রান করেন। ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি কর বিদায় নেন। দলকে বিপর্যয়ে হাত থেকে টেনে তুলে যখন বড় স্কোরের পথে তখনি আবার বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। মিথুনের বিদায়ের পর ৪ বল খেলে ১ করে অ্যামিলা অ্যাপোনসো আউট হন। এরপর মোসাদ্দেক এসেও ফিরে গেলেন ১ রানে। তবে দলকে এখনও টেনে তুলতে চেস্ট করছেন মুশফিক। মিরাজকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু ২১ বলে ১৫ রান ফিরে যান মিরাজ। এরপর দলে ক্রিজে এসে যোগ দিলেন অধিনায়ক মাশরাফি। মাত্র ১১ রান করে তিনিও বিদায় নেন।

লাসিথ মালিঙ্গা নেন ৪ উইকেট। ৭ ওভার বল করে মাত্র ১৭ দিয়েছেন। সুরাঙ্গা লাকমল ও অ্যামিলা অ্যাপোনসো একটি করে উইকেট পেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে