রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৫:০৭

বোঝার উপায় নেই খেলা মিরপুরে নাকি দুবাইয়ে!

বোঝার উপায় নেই খেলা মিরপুরে নাকি দুবাইয়ে!

স্পোর্টস ডেস্ক: স্টেডিয়ামের গ্যালারি দেখে বোঝার উপায় নেই খেলা মিরপুরে নাকি দুবাইয়ে! প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ বাংলাদেশি সমর্থকে। কর্মসূত্রে দুবাইয়ে অবস্থান করছেন হাজার হাজার বাংলাদেশি। টাইগার ক্রিকেটের পাঁড় সমর্থক তারা। তাই প্রিয় দলকে সমর্থন দিতে ছুটে গেছেন স্টেডিয়ামে। অধিকন্তু এদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। ফলে গ্যালারিতে ছিল উপচেপড়া ভিড়।

শনিবার (১৫ সেপ্টেম্বর) মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। টস জিতে আগে ব্যাটিং করে মুশফিকের মহাকাব্যিক সেঞ্চুরি, মিথুনের হাফসেঞ্চুরি ও তামিমের দেশপ্রেমে ২৬১ রানের ফাইটিং স্কোর গড়ে টাইগাররা। এ ম্যাচে শ্রীলংকাকে রানের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। প্রথমে ব্যাট করে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত ও ক্যারিয়ারসেরা ১৪৪ রানের সুবাদে ২৬১ রানের বড় লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে মাশরাফিবাহিনীর বোলিং তান্ডবে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় লংকানদের ইনিংস। প্রথম ম্যাচের এই অনবদ্য জয়ে বাংলাদেশের সুপার ফোরে খেলা নিশ্চিত হল। ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।

গোটা ইনিংসে থেকেছে উত্থান-পতন। উইকেট হারালে মুষড়ে পড়েছেন, চার-ছক্কায় গর্জন তুলেছেন, উল্লাসে মেতেছেন সমর্থকরা। সর্বোপরি, বিপর্যয়ে সমর্থন যুগিয়ে গেছেন।

এছাড়া বাংলাদেশ থেকেও অনেকে গেছেন সেখানে খেলা দেখতে। সব মিলিয়ে তাদের উপস্থিতি দেখে মনে হয়েছে এটি মিরপুর স্টেডিয়াম। বিদেশে বাংলাদেশের আর এমনটি কখনো দেখা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে