রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৪:১৪

আপনি কী জানেন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তামিম-মুশফিক?

আপনি কী জানেন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তামিম-মুশফিক?

বহুল আলোচিত শনিবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটা এমনিতেই ইতিহাস হয়ে গেছে তামিম ইকবালের দেশপ্রেম, মুশফিকের সেঞ্চুরি আর বাংলাদেশের বিশাল জয়ের জন্য। এই ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল ৯ম উইকেট পতনের পর মুশফিককে সঙ্গ দিতে আহত তামিম ইকবালের মাঠে নেমে আসা। ঠিক ওই মুহূর্তেই ঘুরে যায় ম্যাচের মোড়। আর ওই মুহূর্তে বিশ্বরেকর্ড গড়ে ফেলে এই জুটি।

শেষ উইকেটে ওপেনারের উপস্থিতিতে জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন তামিম ও মুশফিক। দুজনে মিলে শেষ উইকেটে ৩২ রান যোগ করেন। ওয়ানডে ক্রিকেটে এতোদিন এমন ঘটনা একবারই ঘটেছে। সেটি ২০০০ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন ও গ্লেন ম্যাকগ্রা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হিসেবে খেলতে নেমেছিলেন মার্টিন। শেষ উইকেটে ম্যাকগ্রাকে নিয়ে জুটি গড়ে ৩১ রান যোগ করেন মার্টিন। যা এতদিন শেষ উইকেটে ওপেনারের উপস্থিতিতে জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

১৮ বছর মার্টিন ও ম্যাকগ্রার ওই বিশ্বরেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়লেন তামিম ও মুশফিক। ওপেনার হিসেবে মার্টিন সেঞ্চুরির স্বাদ নিলেও, তামিম ২ রানে অপরাজিত থাকেন। মুশফিক খেলেন ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। তামিমের সঙ্গে তার জুটিতে ১৬ বলে আসে ৩২ রান। যার সবটাই এসেছে মুশফিকের ব্যাট থেকে। এক বল খেলে মুশফিককে স্ট্রাইক পাইয়ে দিয়েছেন তামিম। সেই একটি ডট বল ম্যাচের রং বদলে দিয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে