সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪:৫১

হংকংয়ের বিপক্ষে জয়ের পর যা বললেন সরফরাজ

হংকংয়ের বিপক্ষে জয়ের পর যা বললেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক : হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের সহজ ও প্রত্যাশিত জয় পেয়েছে পাকিস্তান। তবে এ জয়েও আত্নতৃপ্তি নেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদের। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আরো বড় ব্যবধানে জিততে চেয়েছি। এছাড়া বোলাররা শুরুতে পিচে সুইং পায়নি। নয়তো আরো ভালো সূচনা করা যেত। পাশাপাশি ফিল্ডিং ও ব্যাটিংয়েও উন্নতির জায়গা আছে।”

হংকংয়ের সাথে অনুমিতভাবেই জেতার কথা পাকিস্তানের তারপরও ম্যাচটি হেলাফেলার করার মত ছিল না বলেই মানছেন তিনি। পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে খেলা নিয়ে শোনালেন আরো ভালো করার কথা-“ওরা অনেক শক্তিশালী দল। ক্রিকেটে ভারত মানেই আপনাকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হবে। সুতরাং ওদের হারাতে হলে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে।”

ইমাম উল হকের ব্যাটিংয়ের প্রশংসাও ঝরে অধিনায়কের মুখে। এছাড়া ম্যাচসেরা হওয়া উসমান খান শেনওয়ারিকে নিয়েও উচ্ছসিত ছিলেন তিনি। তবে অন্য ম্যাচগুলোতে বোলিংয়ে আরো আগ্রাসী সূচনার কথা জানান তিনি। এদিনের চেয়েও ফিল্ডিংয়েও পাকিস্তান তৎপর থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরফরাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে